রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬, ০২:৪৬:১৫

গেইলকে নিয়ে ওপেনিংয়ে নামছেন তামিম ইকবাল

গেইলকে নিয়ে ওপেনিংয়ে নামছেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক:  ছক্কা তাদের দুই জনেরই পছন্দ।  দুজনই খেলে থাকেন ওপেনিংয়ে। প্রতিপক্ষ বোলারদের আতঙ্কের নাম তামিম-গেইল। ভয়ঙ্কর এই দুই ক্রিকেটার আজ জুটি বাঁধবেন একসঙ্গে। খেলবেন চিটাগাং ভাইকিংসের হয়ে। প্রতিপক্ষ রংপুর রাইডার্স।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫টা ৪৫ মিনিটে গেইল-তামিমের চিটাগাং ভাইকিংস মুখোমুখি হবে সৌম্য-নাইম-শাহজাদদের রংপুর রাইডার্সের। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি ইএসপিএন।

গেইল-তামিমের ওপেনিং জুটি যে বেশ ভয়ঙ্কর হবে, তা নিয়ে হয়তো সন্দেহ নেই কারোরই। এক প্রান্তে তামিম, অপর প্রান্তে গেইল। বোঝাই যাচ্ছে, প্রতিপক্ষ বোলারদের ওপর দিয়ে বয়ে যাবে ঝড়। সেজন্য প্রতিপক্ষের প্রধান লক্ষ্য থাকবে, ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই জুটিটা ভেঙে দেয়া। নইলে যে বিপদ!

বিশ্ব ক্রিকেটে গেইল তো টি-টোয়েন্টির ‘ফেরিওয়ালা’। বিপিএলেও তার পারফরম্যান্স নজরকাড়া। বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে জমজমাট আসরটিতে এর আগে ১০টি ম্যাচ খেলেছেন এই ক্যারিবিয়ান। ১০ ইনিংসই ব্যাট ধরেছেন তিনি। নামের পাশে যোগ করেছেন ৫৪১ রান।

বিপিএলে গেইলের হাফ সেঞ্চুরির চেয়ে সেঞ্চুরিই বেশি। সেঞ্চুরি তিনটি ও হাফ সেঞ্চুরি একটি। সর্বোচ্চ ১১৬ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। মজার বিষয়, চারের চেয়ে ছক্কাই বেশি মেরেছেন গেইল। চার ৩৫টি ও ছক্কা ৫০টি। এটা নিঃসন্দেহে প্রতিপক্ষ বোলারদের জন্য দুঃসংবাদই।

অপরদিকে তামিম ইকবালও কম নন। ২৯ ম্যাচের মধ্যে ২৮ ইনিংসে ব্যাট করেছেন তিনি। সেঞ্চুরি নেই, আটটি হাফ সেঞ্চুরিতে করেছেন ৭৭৩ রান। এর মধ্যে ৭৫টি চারের সঙ্গে রয়েছে ২৫টি ছক্কার মার।

এই পরিসংখ্যান কথা বলছে। তামিম-গেইল জুটি যে ত্রাস ছড়াবে চিটাগাং ভাইকিংসের বাকি ম্যাচগুলোতে, তা বলার অপেক্ষা রাখে না। দেখা যাক, তামিম-গেইল জুটি কেমন জমে!
২৭ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে