রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬, ০২:৫১:৩৭

ফাইনালে শ্রীলঙ্কাকে পেল বাংলাদেশ

ফাইনালে শ্রীলঙ্কাকে পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপ হকির ফাইনালে শ্রীলঙ্কাকে ফেল বাংলাদেশ।

হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে রবিবার বিকেল পাঁচটায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।

টুর্নামেন্টের গত দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ কাল ৮-০ গোলে সিঙ্গাপুরকে উড়িয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে। গতকাল শনিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কা ও হংকংয়ের। কিন্তু ভারী বৃষ্টির কারণে কালকের সেমিফাইনাল স্থগিত করতে বাধ্য হয়েছিল আয়োজকেরা। ওই ম্যাচটিই আজ বাংলাদেশ সময় ভোর ছয়টায় শেষ হয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা ২-০ গোলে হারিয়েছে হংকংকে। ম্যাচের চার মিনিটে দামিথ বানদারা প্রথমে এগিয়ে নেন শ্রীলঙ্কাকে। ৬৬ মিনিটে জয় নিশ্চিত গোলটি করেছেন সাদারুবান প্রিয়ালঙ্কা।

আজ জিতলেই বাংলাদেশ টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হবে। এর আগে বাংলাদেশ ২০০৮ সালে সিঙ্গাপুরে ও ২০১২ সালে থাইল্যান্ডের এএইচএফ কাপে হয়েছিল চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলেই বাংলাদেশ সরাসরি খেলবে আগামী বছরের এশিয়া কাপে। এবারের এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকায়।
২৭ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে