রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬, ০৩:৫৩:৫৪

আলোচনার টেবিলে উঠছে পাক-ভারত ক্রিকেট

আলোচনার টেবিলে উঠছে পাক-ভারত ক্রিকেট

 স্পোর্টস ডেস্ক : ভারত‌–‌পাক রাজনৈতিক সমস্যার সমাধান চায় সবাই। ক্রিকেটের জন্যই এই চাওয়া সবার। কিন্তু এই সমস্যা সমাধানের এখনই এমন কোনও ইঙ্গিত অবশ্য পাওয়া যায় নি।

তবে এ ব্যাপারে ভারতীয় বোর্ডকর্তাদের সঙ্গে ফের আলোচনায় বসতে চলেছেন পাক বোর্ডের শীর্ষকর্তারা। ডিসেম্বরের মাঝামাঝি কলম্বোতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা বসবে।

সেখানে পাক বোর্ড সভাপতি শাহরিয়ার খান যেমন থাকবেন, তেমনি থাকবেন ভারতীয় বোর্ডের শীর্ষকর্তারাও। জানা গেছে , এই সভাতেই পাক-ভারত সিরিজ নিয়ে দুই পক্ষই ফের আলোচনায় বসবেন।
 
পাক বোর্ডসূত্রের খবর হতে জানা যায়, অনুরাগ ঠাকুরের কাছে ফের সিরিজ চালুর প্রস্তাব দেওয়া হয়েছিল। অনুরাগ বলেন, "এখনই ভারতের পক্ষে পাকিস্তানে গিয়ে খেলা সম্ভব নয়। কারণ, সরকারের অনুমতি পাওয়া যাবে না। তবে পাশাপাশি অনুরাগ নাকি জানিয়েছিলেন, অন্য দেশে বেশ কিছু দলকে নিয়ে যদি টুর্নামেন্ট হয়, তাহলে ভারতের আপত্তি নেই।"

তবে পাক বোর্ডকর্তারা বেশ আশাবাদী। বোর্ড সভাবতি শাহরিয়ার বলছেন, "দুই দেশের রাজনৈতিক সম্পর্ক যাই হোক, ক্রিকেটে সেই সম্পর্কের রেশ টেনে না আনাই ভাল। আমাদের দিক থেকে আমরা সবসময়ই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। দুই দেশকেই এগিয়ে আসতে হবে।"
২৭ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে