সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ১০:১৭:২৮

মাঠে নামার আগে কঠিন সমীকরণে রংপুর

মাঠে নামার আগে কঠিন সমীকরণে রংপুর

স্পোর্টস ডেস্ক: কঠিন সমীকরণে রংপুর। ছোট একটি বাধা পার হতে পারলেই সেমিফাইনালে যাবে দলটি। তবে এখন একদিকে ম্যাচ পাতানোর অভিযোগ। আরেকদিকে পয়েন্ট টেবিল নিয়ে চিন্তা।

দুইদিন আগেও যে দলটা পয়েন্ট টেবিলে রাজত্ব করছিল, তারাই এখন চতুর্থ স্থানে। আজ নিজেদের নবম ম্যাচে প্রতিপক্ষ রাজশাহী কিংস। যারা প্রথম দেখায় আফ্রিদি-সৌম্যদের কাছ থেকে ১২ রানের জয় নিয়ে বেরিয়ে গিয়েছিল।

রংপুর গতকাল চিটাগাংয়ের বিপক্ষে হেরে কিছুটা বিপাকে পড়েছে। গোটা দলের ভেতর আগের সেই ছন্দটা খুঁজে পাওয়া যায়নি। ‘এলোমেলো বাতাসে’র ছায়া ছিল স্পষ্ট। আট ম্যাচে তাদের পয়েন্ট ১০। সমান ম্যাচে রাজশাহী ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। আজ মুমিনুলরা মোটামুটি একটা ব্যবধান রেখে জিততে পারলে এগিয়ে যাবে। কেননা হেড-টু-হেড ম্যাচে তারা হারিয়েছে তামিমদের।

রংপুরের জন্য আজকের ম্যাচটি তাই টার্নিং পয়েন্ট হতে পারে। প্রাপ্তির খাতায় সব হিসেব যদি আজ না মেলে, পরের তিন ম্যাচে ছন্দ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়বে। দিনের একমাত্র ম্যাচে দুই দল মুখোমুখি হবে বেলা পৌনে ছয়টায়।

আগেরবার রাজশাহী টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে মোহাম্মদ মিথুন বাদে সবাই ছিলেন ব্যর্থ। মিথুন সেদিন ৩৬ বলে ৬৪ রানে অপরাজিত থেকেও সতীর্থদের ব্যর্থতায় দলকে জেতাতে পারেনি।
২৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে