শনিবার, ০৩ ডিসেম্বর, ২০১৬, ১২:৩৩:৩৫

সবাইকে তাক লাগিয়ে নবমবারের মতো বর্ষসেরা বোল্ট

সবাইকে তাক লাগিয়ে নবমবারের মতো বর্ষসেরা বোল্ট

স্পোর্টস ডেস্ক: এবারও বর্ষসেরা হয়েছেন তিনি। ফের সকলকে তাক লাগিয়ে পুরুষ অ্যাথলেটের পুরস্কার জিতলেন উসাইন বোল্ট। শুক্রবার মোনাকোতে আইএএএফ এর প্রেসিডেন্ট সেবাস্তিয়ান কো জ্যামাইকার কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টকে এই পুরস্কার তুলে দেন।

একই সাথে রেকর্ড করে নবমবারের মতো বর্ষসেরার পুরস্কার নিজের শোকেসে তুললেন তিনি। আর বর্ষসেরা প্রমীলা অ্যাথলেট হিসেবে এই পুরস্কার জিতেছেন ইথিওপিয়ার আলমাজ আয়েনা।

শুরুটা করেছিলেন বেইজিংয়ে। তারপর লন্ডন অলিম্পিকেও সেই চেনা বোল্ট। চলতি বছরের মাঝামাঝিতে হয়ে যাওয়া রিও অলিম্পিকেও জ্যামাইকান স্প্রিন্টার ছিলেন অপ্রতিরোধ্য। ইতিহাসের একমাত্র অ্যাথলেট হিসেবে অলিম্পিকে ‘ট্রিপল ট্রিপল’ জয়ের অবিস্বরণীয় কীর্তি গড়েন তিনি। ১০০ মিটার, ২০০ মিটার এবং ৪ গুনিতক ১০০ মিটার রিলেতে টানা তিনবার স্বর্ণপদক জিতেছেন তিনি।

যেকারণে এবারও উসাইন বোল্টের নাম ছিল সবার আগে। তার সঙ্গে মনোনীত হয়েছিলেন ব্রিটেনের মো ফারাহ এবং ডেভিড রুদিশা। শেষ পর্যন্ত ফারাহ-রুদিশাকে পেছনে ফেলে নবমবারের মতো বর্ষসেরা পুরুষ অ্যাথলেট হওয়ার গৌরব অর্জন করলেন বোল্ট।

ইথিওপিয়ার দূরপাল্লার দৌড়বিদ আলমাজ আয়েনাও আলো ছড়িয়েছেন রিও অলিম্পিকে। ১০,০০০ মিটারে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। আর ৫,০০০ মিটারে জিতেছেন ব্রোঞ্জ পদক। অন্যদিকে, রিও অলিম্পিকে ২০০ মিটারে রৌপ্য এবং ১০০ মিটারে ব্রোঞ্জপদকজয়ী কানাডার আন্দ্রে দি গ্রাস জিতেছেন তরুণ প্রতিভাবান অ্যাথলেটের পুরস্কার।
৩ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে