শনিবার, ০৩ ডিসেম্বর, ২০১৬, ১২:৫৬:০৯

মোদির অ্যাপ হ্যাক করলেন ২২ বছরের তরুণ

মোদির অ্যাপ হ্যাক করলেন ২২ বছরের তরুণ

আন্তর্জাতিক ডেস্ক: কয়েক দিন আগে রাহুল গান্ধি আর তার কংগ্রেস পার্টির টুইটার হ্যাক হওয়ার পর এবার খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অ্যাপ হ্যাক হলো। তবে এবারের হ্যাকিং কোনো বিশেষজ্ঞ বা বিখ্যাত হ্যাকারের কাজ নয়।

এ হ্যাকার নিজের পরিচয় দিয়েছেন একজন সাধারণ মোবাইল অ্যাপ ডেভেলপার হিসেবে। ২২ বছর বয়সী এই তরুণ হ্যাকারের নাম জাভেদ খাত্রি। তবে কোনো ক্ষতি করার উদ্দেশ্যে নয়, বরং অ্যাপটিতে নিরাপত্তা বিষয়ক ব্যবস্থায় বড় ধরণের একটি ত্রুটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতেই অ্যাপটি হ্যাক করেছেন বলে জাভেদ খাত্রি জানান।

বৃহস্পতিবার রাতে জাভেদ টুইটারে টুইট করে দাবি করেন, তিনি মোদির অ্যাপ হ্যাক করতে সফল হয়েছেন এবং এখন তিনি এর সব ব্যবহারকারীর ইমেইল আইডি এবং মোবাইল নম্বরসহ সব ব্যক্তিগত তথ্য নাগালে পেয়ে গেছেন। এমনকি অ্যাপ ব্যবহারকারী ইউনিয়ন মন্ত্রীদের মোবাইল নম্বরও পাওয়ার দাবি করেন তিনি।

জাভেদ বলেন, মোদির অ্যাপ ডাউনলোডকারী ৭০ লাখেরও বেশি মানুষের ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে রয়েছে। তার হ্যাকিংয়ের উদ্দেশ্য ছিল এ বিষয়টির দিকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা।

“শুধু তাই নয়, আমি অ্যাপটির যে কোনো ব্যবহারকারীকে অন্য যে কোনো ব্যবহারকারীর ফলোয়ার বানাতে পারি। এটা শুধু বিরাট এক নিরাপত্তা ঝুঁকির ছোট্ট একটা অংশ, যে সম্পর্কে আমি জানাতে চাই।

৭০ লাখেরও বেশি ব্যবহারকারীর গোপনীয়তা হুমকিতে থাকবে যদি ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে না দেখা হয়,” পোস্টে বলেন জাভেদ। পরে অবশ্য এ ব্যাপারে নতুন টুইট করে ব্যাখ্যা দেয়া হয়েছে।
৩ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে