শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫, ১১:০০:০০

আইপিএল খেলার পত্র পেলেন সেই এক ঝাঁক ক্রিকেটার

আইপিএল খেলার পত্র পেলেন সেই এক ঝাঁক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : রাজস্থান ক্রিকেটারদের বোর্ডের ঘরোয়া টুর্নামেন্টে খেলার ছাড়পত্র দিল রাজস্থান হাইকোর্ট৷ আদালতের রায়ের পরই রাজস্থানের জন্য নির্বাচক কমিটি গঠন করে ফেলে বিসিসিআই৷

রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন (আরসিএ) ও বিসিসিআই-এর মধ্যে সমস্যা মিটিয়ে ক্রিকেটারদের ঘরোয়া টুর্নামেন্টে খেলার সবুজ সংকেত দিল রাজস্থান হাইকোর্ট৷

এর পরই আরসিএ-র জন্য নির্বাচক কমিটি গঠন করে ফেলে ডালমিয়া-অনুরাগের বোর্ড৷ আরসিএ ও বিসিসিআই-এর মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবেন সিনিয়র ক্রিকেট প্রশাসক অমৃত মাথুর৷

সিনিয়র দলের নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় নির্বাচক রাজিন্দর সিং হনস৷ আর জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রীতম গান্ধে৷

২০১৩-তে বিসিসিআই নির্বাসিত প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদি আরসিএ নির্বাচন জিতে প্রেসিডেন্টের চেয়ারে বসার পর সংস্থাকে নির্বাসিত করে তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট নারায়ণস্বামী শ্রীনিবাসন৷

এর ফলে বোর্ডের ঘরোয়া টুর্নামেন্টে খেলার যোগ্যতা হারান রাজস্থান ক্রিকেটাররা৷ কিন্তু মাঠে ফিরতে চেয়ে আদালতের শরণাপন্ন হন তাঁরা৷ শুক্রবার আদালতের রায়ে স্বস্তিতে রাজস্থান ক্রিকেটাররা৷-কলকাতা
১২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে