স্পোর্টস ডেস্ক : ইনি সেই আজমল, তিনি আইসিসিতে দীর্ঘদিন প্রভাব খাটিয়েছেন। দীর্ঘসময় বিশ্বসেরা বোলার হিসাবে নিজেকে টিকিয়ে রেখেছেন অসংখ্য তারকাদের মাঝে।
আর সেই আজমলের কন্ঠে এখন আর্তনাত, ভেঙ্গে দিলেন নিজের গোপন হাঁড়ি! কারও না জানা খবর নিজেই ফাঁস করলেন আজমল। প্রায় এক বছর আগে বোলিংয়ে নিষিদ্ধ হওয়া আজমলের কন্ঠে ক্ষোভ আর ক্ষোভ।
নিজের প্রতিই ক্ষোভ ছাড়ছেন সাঈদ আজমল। বিশ্বকাপের আগে বোলিংয়ে ফেরার বার্তা পেলেও ২০১৫ বিশ্বকাপ খেলতে পারেননি তিনি।
পরে বাংলাদেশে এসে নিজেকে প্রমান করতে পারেননি তিনি। আজমল এক সাক্ষাৎকারে জানান, তাকে নতুন অ্যাকশনে বল করতে হয়। বোলিংয়ে যেন ফের ধাক্কা খেতে না হয় এ জন্য সতর্ক আজমল।
আজমল কি তবে অবৈধ অ্যাকশনে বল করে সাফল্য পেতেন? এই বিষয়টি এখন তুমুল আলোচনায়।
আজমল উদাহরণ টানেন হাফিজের। তিনি বলেন, হাফিজ বোলিয়ে নিষিদ্ধ হয়েছেন। আমি ফের নিষিদ্ধ হতে চাই না। সতর্কিত বোলিংয়ে সাফল্য না আসায় তিনি বলেন, আমাকে সময় নিতে হবে।
ধৈর্য্য ধরে খেলতে পারলে সাফল্য আসবে। এর পরে তিনি যা বলেন, তার রীতিমত আর্তনাত। অর্থাৎ সাফল্য না পেলে দলের বাইরে থাকতে হলে নিজেকে প্রমানের সুযোগ কোথায়?
পাকিস্তানের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা হয়নি তার। আজমল কেবল পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে খেলছেন। পরে তিনি বাধ্য হয়ে বলেন, টি-টোয়েন্টি খেলেই আমি বোলিংয়ে নিজেকে ফিরে পেতে চাই।
পাকিস্তান টিমে নবাগত ইয়াসির শাহ ও জুলফিকার বাবর ভালো বল করছেন বলেও মনে করেন তিনি।
১২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর