শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৩৯:৫২

এবার আইসিসির প্রেসিডেন্টের শরণাপন্ন হলেন শাহরিয়ার খান

এবার আইসিসির প্রেসিডেন্টের শরণাপন্ন হলেন শাহরিয়ার খান

স্পোর্টস ডেস্ক: ডিসেম্বরে প্রস্তাবিত সংযুক্ত আরব আমিরাতে ইন্দো-পাক সিরিজ খেলতে রাজি হচ্ছে না ভারত। ভারতকে দ্বিজাতি ক্রিকেট খেলার জন্য রাজি করাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান এবার আইসিসির প্রেসিডেন্ট জহির আব্বাসের কাছে শরণাপন্ন হলেন।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির প্রেসিডেন্ট এখন জহির আব্বাস। তিনি পাকিস্তানের গ্রেট ক্রিকেটারদের একজন। আজ ভারত সফরে যাচ্ছেন কিংবদন্তি ব্যাটসম্যান জহির। আর এই সফরে দ্বিজাতি ক্রিকেট খেলতে ভারতকে রাজি করাতে জহিরের কাছে অনুরোধ করেছেন শাহরিয়ার।

শুক্রবার জহির আসেন শাহরিয়ার খান, সেখানে আইসিসি প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন তিনি।

এটা শাহরিয়ার নিজেই জানাচ্ছেন। হ্যাঁ, আমি জহিরকে বলেছি আইসিসির প্রেসিডেন্ট হিসেবে এই সিরিজ মাঠে গড়াতে তার প্রভাব কাজে আসতে পারে। দুই দেশের মধ্যে ক্রিকেট হওয়াটা খুব জরুরি।

পিসিবি চেয়ারম্যান আরও বলেছেন, প্রতিবেশী দেশদুটির মধ্যে দ্বিজাতি ক্রিকেট সম্পর্ক শুরু করতে জহিরের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে আমার বিশ্বাস।
১২ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে