শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০৮:২৪

অস্ট্রেলিয়া থেকে বিলীন হয়ে যাচ্ছে ক্রিকেট !

অস্ট্রেলিয়া থেকে বিলীন হয়ে যাচ্ছে ক্রিকেট !

স্পোর্টস ডেস্ক: একবার নয়, পাঁচবার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এক দশক বিশ্বসেরা দল হিসেবে থাকার পরও, ক্রিকেট সংকটের আশংকায় তারা। সেই দেশের কিশোর-তরুণরা নাকি আর ক্রিকেট খেলা পছন্দ করে না। তাদের মা-বাবার চান না ছেলেমেয়েরা ক্রিকেট খেলুক।কিন্তু ক্রিকেট খেলাকে তারা সময়ের অপচয় মনে করছেন। ছেলেদের তাই ক্রিকেট খেলতে নিরুৎসাহিত করছেন। ফলে আস্তে আস্তে অস্ট্রেলিয়া থেকে বিলীন হয়ে যাচ্ছে ক্রিকেট খেলাটা। এই নিয়ে এখন অনেকটাই হুমকির মুখে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।


অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরোর এক জরিপে দেখা যাচ্ছে, ৫ থেকে ১৪ বছর বয়সী শিশুর মধ্যে ক্রিকেটের অবস্থান পাঁচ নম্বরে। ক্রিকেটের চেয়ে ফুটবল অনেক এগিয়ে। তিন লাখ এক হাজার শিশু খেলে ফুটবল। আর ক্রিকেট খেলে এমন শিশুর সংখ্যা এক লাখ ২৪ হাজার ২০০। বিস্ময়কর হল, দ্বিতীয় স্থান হল সাঁতার।

বিশ্বখ্যাত সাঁতারু ইয়ান থর্পের দেশে এটা অস্বাভাবিক নয়। ২ লাখ ১৩ হাজার শিশু সাঁতারের সঙ্গে জড়িত। টেনিস খেলে এক লাখ ২৮ হাজার ৩০০।ক্রিকেটের এ অবস্থায় উদ্বিগ্ন নিউ সাউথ ওয়েলস ক্রিকেট কর্তৃপক্ষ। শিশুকে ক্রিকেটে উদ্বুদ্ধ করার জন্য তারা টেলিভিশন প্রচারে নেমেছেন।

অস্ট্রেলিয়ার নাক উঁচু এলিট শ্রেণীকে এড়িয়ে তারা টার্গেট করেছে ভারতীয় ও সুদানিজ অধ্যুষিত কৃষ্ণাঙ্গ শহরে ছব্ল্যাক টাউনগগ। ওয়েলস ক্রিকেট কর্তৃপক্ষ বলছেন, আমরা চাই ভারতীয়রা এগিয়ে আসুক ক্রিকেটের দিকে। আমরা তাদের বেশি সুযোগ দিতে চাই। সুদানিজদের দিকে নজর দেয়ার কারণ তাদের উচ্চতা।-ওয়েবসাইট
১২ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে