রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬, ১০:৫৮:২৩

তামিমের মূল্য ৫৮ লাখ টাকা আর তাসকিন-সৌম্যর ৩৫ লাখ করে

তামিমের মূল্য ৫৮ লাখ টাকা আর তাসকিন-সৌম্যর ৩৫ লাখ করে

স্পোর্টস ডেস্ক: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দশম আসরের প্রায় ৭০০ দেশি বিদেশি ক্রিকেটারের ভিত্তিমূল্য নির্ধারণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আসন্ন টুর্ণামেন্টে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে অলরাউন্ডার সাকিব আল হাসান ও তরুণ পেসার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ছাড়াও তালিকায় রয়েছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও সৌম্য সরকার।

এবার আইপিএলের আসরে মুস্তাফিজের পর তামিম, তাসকিন এবং সৌম্যর মূল্য নির্ধারণ করেছে বিসিসিআই। তবে সাকিবকে কলকাতা এবং মুস্তাফিজকে রেখে দিয়েছেন তাদের আগের দল হায়দ্রাবাদ।

মুস্তাফিজের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ৫০ লাখ রুপি। যা বাংলাদেশী টাকায় ৫৮ লক্ষ টাকা।  ওপেনার তামিম ইকবালের ভিত্তিমূল্য নির্ধারণ করেছে ৫০ লাখ রুপি। যা বাংলাদেশি টাকায় ৫৮ লক্ষ টাকা।

এছাড়াও ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার ও পেসার তাসকিনের ভিত্তিমূল্য নির্ধারণ করেছে ৩০ লাখ রুপি। যা বাংলাদেশি টাকায় ৩৫ লাখ টাকা।

প্রাথমিক তালিকার ৭০০ জন থেকে ৩০০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। আর আগামী ৬ ফেব্রুয়ারি এই তালিকার খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে।
২৫ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে