রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬, ১০:৫৯:২১

শেখ হাসিনাকে ভারতের মাটিতে ‘ঐতিহাসিক’ টেস্ট দেখার আমন্ত্রণ!

শেখ হাসিনাকে ভারতের মাটিতে ‘ঐতিহাসিক’ টেস্ট দেখার আমন্ত্রণ!

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতের হায়দরাবাদের মাটিতে তাদের ‘ঐতিহাসিক’ প্রথম টেস্ট খেলতে নামবে। সেই ম্যাচে উপস্থিত থাকার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানাতে চলেছে ভারত।

২০১৭ সালে ফেব্রুয়ারিতে হায়দরাবাদে সিরিজের একমাত্র এবং ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট খেলবে। ভারত-বাংলাদেশ টেস্টে উপস্থিত থাকতে পারেন দু’দেশের প্রধানমন্ত্রী৷ একারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে চলেছে ভারত সরকার৷ হাসিনাকে পাশে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেস্ট দেখতে পারেন জানা যায়৷

দিল্লির সাউথ ব্লকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে এই বার্তা পাঠানো হবে যে, হায়দরাবাদে অনুষ্ঠেয় টেস্ট ম্যাচটি দেখতে তিনি রাজি হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যেভাবেই হোক সময় বের করে সেখানে যাবেন। দুজনে পাশাপাশি বসে কিছুটা সময়ের জন্য ম্যাচটি দেখবেন এবং এর মাধ্যমে রচিত হবে ক্রিকেট-কূটনীতির এক নতুন দিগন্ত।

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়। তার পরই আগামী বছরের শুরুতে হায়দরাবাদ টেস্টে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর চিন্তা শুরু করে ভারত সরকার বলে খবর। ২০০০ সালে আইসিসি’র পূর্ণ সদস্যপদ পেলেও এখনও পর্যন্ত ভারতের মাটিতে কোনও টেস্ট ম্যাচ খেলেনি বাংলাদেশ। অবশেষে চলতি বছরের আগস্টে ঘোষণা করা হয়, ২০১৭ সালের ৮ থেকে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ ভারতে এসে তাদের প্রথম টেস্ট ম্যাচটি খেলবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

২৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে