সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬, ০১:০১:১৩

যাদের খারাপ খেলার কারণে প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ

যাদের খারাপ খেলার কারণে প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: জয় দিয়ে সিরিজ শুরু হলো না বাংলাদেশের। কয়েকজন ক্রিকেটার খুবই বাজে পারফর্ম করেছেন এদিন। সিরিজের প্রথম ওয়ানডেতেই স্বাগতিক নিউজিন্ডের বিপক্ষে পরাজয় ঘটেছে ঘরের মাঠে রাজা বাংলাদেশের। বেশ কয়েকজন ক্রিকেটরের খুবই খারাপ খেলার কারণে প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ।

প্রতিপক্ষ দল তাদের ওপেনিং জুটির টম লাথামের অনবদ্য ১৩৭ রানের সুবাদে তাদের সংগ্রহ দাঁড়ায় নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৪১ রান। বাংলাদেশ দলের হয়ে ২টি উইকেট নেন দীর্ঘদিন খেলার বাইরে থাকা মোস্তাফিজুর রহমান।

এছাড়া ৩টি উইকেট নিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা নিয়েছেন ২টি উইকেট। এর জবাবে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দলের ইনিংস।

বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ রান করেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ফার্গুসনের বলে সাউদির সাথে কট হয়ে সাজঘরে ফিরার আগে তার সংগ্রহ ছিল ৫৯ রান। এ রান তিনি করেছেন ৫৪ বলে। এর মধ্যে আছে ২টি ছক্কা ও ৫টি চারের মার।

এছাড়া ওপেনার তামিম ইকবাল করেছেন ৩৮ রান। এর মধ্যে ছিল ৫টি চারের মার। সাকিব সাজঘরে ফিরে যাওয়ার পর দলের কান্ডারি হয়ে দাঁড়ান উইকেট কিপার ও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তবে চোট পেয়ে স্বেচ্ছায় অবসরে যেতে হয় তাকে।

দলীয় ৩৯তম ওভারের চতুর্থ বলে রান নেয়ার জন্য দৌড়াতে গিয়ে চোট পেয়ে মাটিতে শুয়ে পড়েন মুশফিক। ফিজিওর তাৎক্ষণিক চিকিৎসা নিয়ে পরে খেলতে চেয়েছিলেন। ব্যাট নিয়ে ক্রিজেও দাঁড়িয়েছিলেন।

কিন্তু খুব একটা স্বস্তিবোধ করছিলেন না মুশফিক। যে কারণে হাত উঁড়িয়ে ড্রেসিংরুমের দিকে ইশারা করছিলেন। পরক্ষণে খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক।

অবসরে যাওয়ার আগে মুশফিকুর রহিমের সংগ্রহ দাঁড়িয়েছে ৪২ রান। এ রান তিনি সংগ্রহ করেছেন ৪৮ বলে। এর মধ্যে ছিল ৩টি চারের মার। এরপর অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন।

কিন্তু পরাস্ত হন ১৪ রান করেই। শেষ পর্যন্ত ৪৪.৫ ওভারে ২৬৪ রানে শেষ হয়ে যায় বাংলাদেশ দলের ইনিংস। বাংলাদেশ দলে কয়েকজন ক্রিকেটার খুবই বাজে পারফর্ম করেন এদিন।

সৌম্য সরকার ৯ বলে ১ রান করে আউট হন। অন্যদিকে রিয়াদ রানের খাতা না খুলতেই আউট হন। দায়িত্ব নিয়ে খেলতে পারেননি ইমরুল কায়েস ও সাব্বির। তাদের দুই জনের ব্যাট থেকেই আসে ১৬ রান।

অন্যদিকে দলীয় অধিনায়ক মাশরাফিও কন্ডিশন না বুজে শর্ট খেলতে গিয়ে ১৪ রান করে আউট হন। ব্যাট হাতে সফল ছিলেন তামিম, মুশফিক, সাকিব ও মোসাদ্দেক। মুশফিক আহত না হলে অন্যদিকে মোসাদ্দেক ভালো সঙ্গী পেলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো।

শেষ দিকে তাসকিন ও মুস্তাফিজকে দিয়ে একটি বলেও ভরসাও করা যায় না। ম্যাচের শেষভাগে মাশরাফি আউট হলেই উইকেটে আসা যাওয়া করেন তাসকিন ও মুস্তাফিজ। অপর প্রান্তে অপরাজিত থাকেন মোসাদ্দেক। কি লাভ তাতে?
২৬ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে