সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬, ০৩:২৯:৪৯

কমেন্ট্রি বক্স থেকে হাসপাতালে ধারাভাষ্যকার

কমেন্ট্রি বক্স থেকে হাসপাতালে ধারাভাষ্যকার

স্পোর্টস ডেস্ক: ম্যাচের ধারাভাষ্য দিচ্ছিলেন তিনি। এখান থেকেই হাসপাতালে নেয়া হয় তাকে। জানানো হয়েছে, আপাতত তিনি হাসপাতালে থাকলেও তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নেই।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টের কমেন্ট্রি বক্সে ছিলেন চ্যানেল নাইনের ব্রিটিশ ধারাভাষ্যকার মার্ক নিকোলাস। কিন্তু, অসুস্থ হয়ে যাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চ্যানেল নাইনের এক মুখপাত্র জানিয়েছেন, বিরতির সময় তলপেটে ব্যাথা অনুভব করেন মার্ক নিকোলাস। সময়টাতে তিনি অনেক ঘামতে আরম্ভ করেন। ফলে, ৫৯ বছর বয়সী সাবেক এই প্রথম শ্রেণির ক্রিকেটারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আপাতত তিনি হাসপাতালে থাকলেও তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নেই। চ্যানেল নাইনের ক্রিকেট বিভাগের প্রধান টম মেলন তাকে হাসপাতালে সঙ্গ দিচ্ছেন।
২৬ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে