স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল ক্যারিয়ারের শুরু থেকেই দেশের হয়ে ওপেনিং করে আসছেন। ব্যাট হাতে জ্বলে ওঠা তার অভ্যাস। লাল-সবুজের জার্সি গায় না দিয়েই এবার মাঠ কাঁপালেন তিনি।
এদিন তামিম ইকবালকে কাছ থেকে দেখার সুযোগ হয় স্বপ্ন দেখা অসংখ্য নবীন প্রাণের। উচ্ছসিত ছিল গোটা পরিবেশ। যেন প্রাণের ছড়াছড়ি!
এখানেই চার ছক্কার হই হইয়ে সবাইকে মাতিয়ে তুলেন তামিম ইকবাল। সম্প্রতি ঢাকার বনানীস্থ নৌ সদর দপ্তরে বিএন চিলড্রেন ক্লাব ও লেডিস ক্লাব ঢাকার উদ্যোগে নৌবাহিনীর কর্মকর্তাদের সন্তানদের উপস্থিতিতে ‘চার ছক্কা হই হই’ শীর্ষক অনুষ্ঠানে আমন্ত্রিত হন তামিম।
তামিমকে তো চার ছক্কার যাদু দেখানোর জন্যই আমন্ত্রণ জানানো হয়। শিশুদের অনুষ্ঠানে দেশের জার্সি ছাড়াই ক্রিকেট খেলেন তামিম ইকবাল। চার ছক্কার হই হইয়ে ফের কাঁপিয়ে সবাইকে নিয়ে বেশ উপভোগ্য সময় পার করেন তামিম।
শুধু প্রতিবন্ধী শিশুরাই নয় সবাই উচ্ছ্বসিত হয় তামিমের প্রদর্শনীতে। এখানে যেন প্রাণের ছোঁয়া দিলেন তামিম।
১২ ফেব্রুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর