শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০৩:১৭

ফের শাস্তির মুখে ফুটবলের জনপ্রিয় ক্লাব বার্সেলোনা!

ফের শাস্তির মুখে ফুটবলের জনপ্রিয় ক্লাব বার্সেলোনা!

স্পোর্টস ডেস্ক: আইন ভঙ্গের অভিযোগে আবারো শাস্তির মুখে ফুটবলের জায়ান্ট ক্লাব এফসি বার্সেলোনার শিশু-কিশোরদের একাডেমি লা-মাসিয়া।

বিষয়টি নিয়ে স্প্যানিশ দৈনিক এএস জানায়, ‘ফিফা অভিযোগ এনেছে বার্সেলোনার শিশু-কিশোর ফুটবলাদের একাডেমী লা-মাসিয়া সংস্থাটির সাংবিধানিক আইনভঙ্গ করেছে ।’

স্পেনের প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক মোইজেস ইয়োরেন্তে এ নিয়ে প্রতিবেদনে জানান, ‘এমন পরিস্থিতি মোকাবিলায় লা-মাসিয়া একাডেমিতে দেশ-বিদেশের নতুন বালক নেয়া বন্ধ করে দিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ।’

বর্তমানে এহেন শাস্তিতে চরম ভোগান্তির মুখে বার্সা। নিজেদের এ অনিয়মের দায়ে আগামী জানুয়ারির আগে নিজেদের ক্লাবে নতুন খেলোয়াড় ক্রয় নিষিদ্ধ করেছে ফিফা। এ কারণে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আরদা তুরান ও সেভিয়া থেকে অ্যালেক্স ভিদাল বার্সেলোনা পাড়ি দিলেও কাতালান জার্সি গায়ে মাঠে নামার সুযোগ হচ্ছে না তাদের।

বার্সা এ শিশু একাডেমী থেকে উঠে এসেছে লিওনেল মেসি, সেস ফ্যাব্রিগাস, জাভি হার্নানদেজ, পেদ্রো রদ্রিগেজের মতো ফুটবল বিশ্বের বড় বড় তারকারা। অথচ সেই আদর্শবান ক্লাবটি আজ শাস্তির মুখে। সূত্রঃ এএস, মিরর
১২ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে