স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে অবশ্য হাতুরুসিংহে ব্যক্তিগতভাবে বেশি পছন্দ করেন। টাইগারদের ছেড়ে যেতে মন চায় না তার। এমনটা জানিয়েছিলেন ঢাকায় ফিরে। তাই কোচ হাথুরুসিংহের সঙ্গে দীর্ঘমেয়াদে পরিকল্পনা নিয়ে এগোতে বিসিবিকে পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
শীষ্যদের ভেতর থেকে সেরাটা বের করে আনার কৌশল জানেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের পরামর্শ হাথুরুর সঙ্গে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোনোর।
অজিদের বিপক্ষে হোম সিরিজের আগে ভারত সফরে যাচ্ছে জাতীয় দলের আদলে গড়া ‘এ’ দল। এই দলের অনেক সদস্যই থাকবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে। দল গঠনে বিসিবি মেধার পরিচয় দিয়েছে বলে মনে করেন আমিনুল ইসলাম বুলবুল।
আইসিসির ডেভলপমেন্টের সাথে জড়িত আমিনুল ইসলাম মনে করেন টাইগারদের আরও এগিয়ে যেতে পরিকল্পনা ও পরিশ্রমের পাশাপাশি প্রয়োজন ধৈর্য্য।
১২ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস