রবিবার, ০৮ জানুয়ারী, ২০১৭, ০৬:৩৭:১০

আমার ব্যাটিং মন মতো হয়নি: সাকিব

আমার ব্যাটিং মন মতো হয়নি: সাকিব

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফরের আগে টাইগারদের নিয়ে অনেকেরই প্রত্যাশার পারদ ছিলো আকাশছোঁয়া। সিরিজ জয়ের স্বপ্নে বিভোরও ছিলেন অনেক ভক্ত সমর্থক। তবে সেই আশা ইতিমধ্যে ধূলিসাৎ হয়ে গেছে।

সিরিজ তো জিততে পারেইনি উল্টো ধবল ধোলাইয়ের লজ্জা মাথায় নিয়েই ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ শেষ করতে হয়েছে টাইগারদের।

ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ মিলিয়ে টানা ৬ ম্যাচে পরাজয়। এমন হতাশাজনক পারফর্মেন্সের সাক্ষী অনেক দিন হয়নি বাংলাদেশের ক্রিকেট।

তবে টানা পরাজয়ের এই লজ্জা আপাতত ভুলে যেতে হচ্ছে সফরকারীদের। কারণ আর তিন দিন পরেই যে টেস্টের লড়াইয়ে নামতে হবে তাদের।

এদিকে কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে নামার আগে টাইগারদের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়ে দিয়েছেন দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের জন্য।

রবিবার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ শেষে সাংবাদিকদের সাকিব বলেন,  ‘টেস্টের উইকেট নিশ্চয়ই ভিন্ন হবে। সে ক্ষেত্রে আমাদের হয়তো মোকাবেলা করতে হবে আরও কঠিন পরিস্থিতি।’

ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজে আরও ভালো করতে পারতো বাংলাদেশ। সেটি হয়ে ওঠে নি কন্ডিশন এবং কিছু কৌশলগত দুর্বলতার কারণে। সাকিব নিজেও স্বীকার করে নিলেন সেটি। বললেন,

‘আমরা হয়তো আরও ভালো করতে পারতাম। ওদের কন্ডিশনে টেকনিক, ট্যাকটিকস সবকিছুতে তারা আমাদের চেয়ে এগিয়ে এটা স্বীকার করতেই হবে।’

সাকিব কথা বলেছেন রবিবারের এই ম্যাচটি নিয়েও। তাঁর মতে শুরুটা ভালোই করেছিলো তাঁর দল। তবে পরবর্তীতে আর তা ধরে রাখতে পারেনি টাইগার বোলাররা। আর এই ব্যর্থতার পেছনে কারণ হিসেবে সাকিব দেখছেন দলগতভাবে ভালো না খেলতে পারাকে।

‘আমরা আসলে দলগতভাবে ভালো খেলতে পারিনি। আমরা যখনই জিতেছি, তখনই দলগতভাবে ভালো খেলেছি। কিন্তু এখানে দলগতভাবে ভালো খেলতে পারিনি, তাই জিততেও পারিনি।’

বিশ্বসেরা অলরাউন্ডার আরও বললেন,  ‘এবার নিউজিল্যান্ড সফরে যে সব উইকেটে আমরা খেলেছি এর সবক’টি ব্যাটিং বান্ধব উইকেট ছিল। কিন্তু আমরা দলগত পারফরম্যান্সের খেলাটা খেলতে পারিনি। আমরা ভালো রান করছিলাম। কিন্তু সে ধারাটা ধরে রাখতে পারিনি। তাই কোনও সাফল্য পাইনি।’

রবিবারের ম্যাচে ৪৩ বলে ৪১ রান করেছেন সাকিব। ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজে নিজের পারফর্মেন্স নিয়ে সাকিবের ভাষ্য,  ‘বোলিং মোটামুটি ভালো হয়েছে। যে রকম উইকেট ছিল, তাতে ভালো রান করতে পারিনি। তাই আমার ব্যাটিং মনমতো হয়নি।
৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে