রবিবার, ০৮ জানুয়ারী, ২০১৭, ০৮:৫৯:০৪

আমার হাত ভেঙে দু’টুকরা হয়েও যদি দল জিততো, খারাপ লাগতো না: মাশরাফি

আমার হাত ভেঙে দু’টুকরা হয়েও যদি দল জিততো, খারাপ লাগতো না: মাশরাফি

নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা শেষ টি ২০-তে চোট পাওয়ায় প্রায় দেড় মাসের বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। রোববার বাংলাদেশ ক্রিকটে দলের ফিজিও ডিন কনয় এ দুঃসংবাদ জানান।
 
তিনি বলেন, ডান হাতের বুড়ো আঙুলের নিচের দিকে হাড়ে চোট পেয়েছেন মাশরাফি। এ কারণে চার থেকে ছয় সপ্তাহের বেশি সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। এদিন কিউইদের কাছে টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

ম্যাচশেষে হোয়াইটওয়াশ হওয়ার আক্ষেপ নিয়ে অধিনায়ক মাশরাফি বলেন, আমার হাত ভেঙে দু’টুকরা হয়েও যদি দল জিততো তাহলে খারাপ লাগতো না।
 
টাইগারদের দলপতি আর বলেন, যা চেয়েছিলাম তা হলো না। আর যা চাইনি তা-ই হলো। ওয়ানডের পর টি২০ সিরিজেও হোয়াইটওয়াশ হলাম। আবার ডান হাতের কব্জিটাও ভেঙে গেল।
৮ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে