রবিবার, ০৮ জানুয়ারী, ২০১৭, ০৯:৫৫:০১

দলে অনেক সমস্যা রয়েছে, মুস্তাফিজ খেলুক অনেকেই চান না: পাপন

দলে অনেক সমস্যা রয়েছে, মুস্তাফিজ খেলুক অনেকেই চান না: পাপন

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের কাটার মাস্টার খ্যাত বোলার মুস্তাফিজুর রহমানকে কেন দলে রাখা হয়নি এই নিয়ে এখন অনেক জল্পনা-কল্পনা চলছে। এ বিষয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
 
রোববার বেসরকারি চ্যানেল যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে নাজমুল হাসান পাপন জানান, মুস্তাফিজ খেলুক এটা অনেকেই চান না। ইনজুরি নিয়ে কোনো সমস্যা নেই বলেও জানান তিনি।
 
পাপন জানান, কাঁধে আগে যেখানে অস্ত্রপচার করা হয়েছিল সেখানে কোনো সমস্যা নেই। তবে পাঁজরে হালকা ব্যথা রয়েছে মুস্তাফিজের। এছাড়া দলে অনেক সমস্যা রয়েছে বলেও জানান বিসিবি সভাপতি।

উল্লেখ্য, ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৬২ রানে ২ উইকেট এবং তৃতীয় ওয়ানডেতে ৩২ রানে ২টি উইকেট নেন মুস্তাফিজ।

মাঝখানে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বিশ্রাম দেয়া হয় তাকে। এরপর দুই টি-টোয়েন্টি ম্যাচে টানা বল করেন কাটার মাস্টার। শেষ টি-টোয়েন্টি ম্যাচে এসে আবারও দলে বাইরে মুস্তাফিজ।
৮ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে