রবিবার, ০৮ জানুয়ারী, ২০১৭, ১০:২০:১২

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে চিন্তার কোন কারণ নেই, ঠিক সময়ই খেলা হবে: বিসিবি

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে চিন্তার কোন কারণ নেই, ঠিক সময়ই খেলা হবে: বিসিবি

স্পোর্টস ডেস্ক: আর্থিক সংকটে হায়দ্রাবাদ ক্রিকেট এসোসিয়েশনের (এইচসিএ) পক্ষে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচটি আয়োজন সম্ভব নয়, এমন খবর জানা গিয়েছিল বিসিসিআইয়ের এক সূত্র থেকে। তবে এইচসিএ’র সেক্রেটারি কে. জন মনোজ।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও জানালেন এমনটাই। টেস্ট স্ট্যাটাস সতেরো বছর কেটে যাওয়ার পর প্রথমবার ভারত সফরে যাওয়ার সম্ভাবনাটা হঠাৎই আলো হারাচ্ছিলো যখন তখন জালাল ইউনুসের এই বক্তব্য আশা জাগাচ্ছে ভক্তদের মনে।

এক অনলাইন দৈনিককে দেয়া সাক্ষাৎকারে জালাল ইউনুস জানান, ‘ঘটনাটি হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিসিসিআইয়ের অভ্যন্তরীণ ব্যাপার।

আমরা মোটেও বিষয়টি নিয়ে চিন্তিত নই। হায়দরাবাদের আগেও এই ধরনের সমস্যা হয়েছিল। তারপরও খেলা আটকে থাকেনি। নিয়ম মেনেই খেলা মাঠে গড়িয়েছে। আমাদের ম্যাচটি ঠিক সময়েই গড়াবে।’

ভক্ত এবং ক্রিকেটপাগলদের আশ্বস্ত করে জালাল আরও জানান, ‘‘অনেকে ভাবছে সফরটা হবে না। আমি স্পষ্ট করে বলছি, আমাদের সফর নিশ্চিত আছে। ঠিক সময়ে নির্ধারিত ভেন্যুতেই খেলা হবে।

এটা ওদের সাময়িক একটা অভ্যন্তরীণ সমস্যা। কয়েকদিনের মধ্যেই তারা এটা সমাধানও করে ফেলবে। সুতরাং এটা নিয়ে শঙ্কা থাকার কোনও প্রশ্নই নেই। বিষয়টি নিয়ে আমরা মোটেও মাথা ঘামাচ্ছি না।’

এদিকে বিসিসিআইয়ের কাছে বাংলাদেশ একটি প্রস্তুতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু এখনও এর সুরাহা হয়নি। জালাল ইউনুস অবশ্য সপ্তাহখানেকের মধ্যে হায়দরাবাদেই প্রস্তুতি ম্যাচটি খেলার ব্যাপারে আশাবাদী,

‘অনুশীলন ম্যাচের আয়োজন করা হচ্ছে। যদিও এখনো চূড়ান্ত কিছু হয়নি। তবে হায়দরাবাদে আমরা একটি তিন দিনের ম্যাচ খেলব। আমাদের হাতে সময় আছে। আশা করে আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত কিছু জানাতে পারব।’

আগামী ৮ই ফেব্রুয়ারী হতে বাংলাদেশ বনাম স্বাগতিক ভারতের একমাত্র টেস্টটি হায়দ্রাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা।
৮ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে