সোমবার, ০৯ জানুয়ারী, ২০১৭, ০৮:২৪:০৪

'আইপিএলে খেলাটাও গুরুত্বপূর্ণ ব্যাপার, টাকাটাও অনেক বড় ইস্যু'

'আইপিএলে খেলাটাও গুরুত্বপূর্ণ ব্যাপার, টাকাটাও অনেক বড় ইস্যু'

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দীর্ঘদিন মাঠ মাতাচ্ছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

গত আসরে প্রথমবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতান বাংলাদেশের তরুণ পেস বোলার মুস্তাফিজর রহমান।
 
পুরো আইপিএলে দারুণ বল করেন মুস্তাফিজ। তার দলও আইপিএলের শিরোপা ঘরে তোলে। আইপিএলে টানা বল করার পর ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। দেড়মাস বিশ্রাম নিয়ে আবার চলে যান ইংলিশ কাউন্টি খেলতে।
 
খেলতে যাবেনই না বা কেন? ভিন্ন ভিন্ন দল ও আবহাওয়ায় গিয়ে খেললে নিজের অভিজ্ঞতা বাড়বে। তাছাড়া টাকা-পয়সারও তো একটা বিষয় আছে!
 
সেখানে গিয়ে আবারও ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। ইনজুরি তাকে মাঠের বাইরে ঠেলে দেয় দীর্ঘ ছয় মাস। ফলাফল, ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলা হলো না।
 
আফগানদের বিপক্ষে সিরিজ জিততে পারলেও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ। অনেকেই মনে করেন যদি মোস্তাফিজ থাকতো তাহলে হয়তো বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষেও ঘরের মাঠে সিরিজ জিততে পারতো।
 
এরপর দীর্ঘ বিরতি দিয়ে নিউজিল্যান্ড সিরিজে মাঠে নামলেন মুস্তাফিজ। তবে নিয়মিত তাকে দলে রাখা হয়নি। বিশ্রাম দিয়ে খেলানো হয়েছে। কোমরের ব্যথার কারণেই নাকি তাকে বিশ্রাম দেয়া হয়েছে।
 
সামনে আবারও আসছে আইপিএলের আসর। মুস্তাফিজের দল হায়দরাবাদ এবারও তাকে দলে রেখে দিয়েছে। তবে মুস্তাফিজ শতভাগ সুস্থ না হলে তাকে আইপিএল খেলতে পাঠানো হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
 
তবে আইপিএলে খেলতে পারাটা একজন খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মনে করছেন পাপন। সোমবার এক সংবাদ সম্মেলনে পাপন বলেন, আইপিএলে খেলতে পারাটা বিরাট একটা ব্যাপার। এছাড়া টাকার ব্যপারটাও ফেলে দেয়া যায় না। অনেক টাকা। তাই এটা অনেক বড় ইস্যু।
 
তবে মুস্তাফিজকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বিসিবি। পাপন বলেন, মুস্তাফিজ যদি শারীরিকভাবে শতভাগ সুস্থ না থাকে তাহলে এক শতাংশ ঝুঁকিও বিসিবি নেবে না। সেখানে খেলার প্রশ্নই আসে না।
০৯ জানুয়ারি২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে