স্পোর্টস ডেস্ক: আমরা মানুষ হিসেবে সত্যিই বৈচিত্র বৈশিষ্টের অধিকারী। অতিরিক্ত চাপে অথবা খুশির জোয়ারে কখন যে কি করি ফেলি, কি বলে ফেলি তৎক্ষানিক তা একটুও আচঁ করতে পারিনা। অথচ পূর্বে বলে ফেলা সেই কথাটির কারণে পরবর্তীতে নিজের কাছে নিজেই ছোট হয়ে যাই।
তেমন একটি ঘটনা ঘটলো ম্যানইউ ডিফেন্ডার রোজোর বেলায়। তিনি তার কোচ ফন গালের প্রশংসা করতে গিয়ে বলেন, 'আসলে আমাদের কোচের মুখটা অনেকটা বুলডগের মতো। কিন্তু মানুষটা অত্যন্ত ভালো! উনি কথা কম বলেন, কিন্তু সবার কথা শোনেন। কঠোর ব্যক্তিত্বের একজন দৃঢ়চেতা মানুষকে অনেকেই ভুল বোঝেন। কিন্তু ওনার সঙ্গে মিশলে বোঝা যায় যে ওনার বাইরের ও ভিতরের চেহারাটা পুরোপুরি আলাদা।'
আর্জেন্টাইন এ ডিফেন্ডারের এমন প্রশংসায় অনেকে হতবাক হয়েছেন। তার পরও তার দাবি তিনি সেটা প্রশংসার বশে বলেছেন।
১২ সেপ্টেম্বর ২০১৫, এমটি নিউজ২৪/আরিফুর/রাজু