মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭, ১১:৪৪:১৩

ধোনির অবসর নিয়ে যা বললেন দলে ডাক পাওয়া যুবরাজ সিং

ধোনির অবসর নিয়ে যা বললেন দলে ডাক পাওয়া যুবরাজ সিং

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বে আলোচিত খবর গত সপ্তাহে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

এরপর টেস্টের পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটেও বিরাট কোহলিকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর দেখা যায় ধোনি নেতৃত্ব থেকে সরে আসলেই দলে ডাক পান যুবরাজ সিং।

চলতি মাসে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিবেন বিরাট কোহলি। তবে, অধিনায়কত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন ধোনি।

বিসিসিআই ডট টিভিকে দেয়া সাক্ষাৎকারে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং বলেছেন, আমি মনে করি তিনি একজন অসাধারণ অধিনায়ক ছিলেন। আমরা তারই অধীনে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। তার অধীনে আমরা টেস্টে সেরা দল ছিলাম। এসব অসাধারণ অর্জন।

তিনি আরও বলেন, আমি মনে করি তার অধিনায়কত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্তটা ভালো ছিলো। আমি নিশ্চিত যে, তিনি ভেবেছিলেন বিশ্বকাপের আগে এখনই কারও কাঁধে দায়িত্ব ছেড়ে দেয়ার আসল সময়। তিনি হয়তো বিরাটের মধ্যেই এটি দেখেছেন।

যুবরাজ সিং বলেছেন, খেলোয়াড় হিসেবে তার দলকে দেয়ার অনেক কিছুই আছে। তিনি ও আমি যখন একসঙ্গে খেলতাম তখন উভয়েই ভয়হীন ক্রিকেটার ছিলাম। আশা করি, সামনের সিরিজে আমরা তেমন ক্রিকেট খেলতে পারব।

আগামী ১৫ জানুয়ারি শুরু হবে ভারত-ইংল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। এরপর ইংলিশদের বিরুদ্ধে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। উভয় সিরিজেই স্কোয়াডে আছেন যুবরাজ সিং। তিনি ভারতের হয়ে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ২০১৩ সালের ১১ ডিসেম্বর।
১০ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে