বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭, ০৩:৫০:২৪

ড্রেসিং রুমে ফিরে কেঁদেই দিয়েছিলাম: মুশফিকুর রহিম

ড্রেসিং রুমে ফিরে কেঁদেই দিয়েছিলাম: মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সিরিজের আগে দিনরাত পরিশ্রম করে নিজেকে তৈরি করছিলেন বাউন্সি উইকেটে ভাল করবেন বলে। প্রথম ম্যাচে সেই পথেই ছিলেন। কিন্তু হঠাৎ ব্যক্তিগত ৪২ রানের মাথায় ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে। আজ জানালেন, ড্রেসিংরুমে ফিরে প্রায় কেঁদেই ফেলেছিলেন।

‘উইকেটগুলো দেখে যেটা মনে হয়েছে, আমি খুবই মিস করেছি। এজন্যই চোট পাওয়ার পর ড্রেসিং রুমে ফিরে প্রায় কেঁদেই দিয়েছিলাম। কারণ এসব দেশে এসে যে ভালো খেলে, তাদেরকে অন্যরকম ভাবে মূল্যায়ন করা হয়। আমি সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম যে এখানে এবার ভালো খেলব। দুর্ভাগ্যজনক ভাবে হলো না।’ সংবাদ সম্মেলনে বলেন মুশফিক।

মুশফিক মনে করেন যেসব উইকেটে খেলা হচ্ছে সেখানে একটু মনোযোগ দিলে ভাল করা যেত, ‘যে উইকেটগুলো ছিল, আমাদের ব্যাটসম্যানরা আরেকটু নিবেদন দেখালে… তামিম বলেন, সাকিব, রিয়াদ ভাই, ইমরুল, সৌম্য, সবার জন্য বড় সুযোগ ছিল। এখন হতাশাটা না নিয়ে আমরা যেন পরের সুযোগটা নিতে পারি, সেই চেষ্টা করতে হবে।’

প্রথম ওয়ানডেতে মুশফিক ইনজুরিতে পড়ায় কিছুটা চিন্তায় পড়ে দল। তবে মুশফিক নিজেই জানালেন এখন তিনি বেশ ভালো আছেন, ‘আল্লাহর রহমতে আমি এখন শারীরিকভাবে ভালো আছি। রিকভারি খুব ভালো হচ্ছে। এসব ক্ষেত্রে শতভাগ রিকভারির কথা বলা কঠিন। কারণ এমন পরিস্থিতিতে কারেন্ট ইনজুরি আসারও সুযোগ থাকে। তবে আমি এখন অনেক ভালো অনুভব করছি। সেভাবেই দলের জন্য প্রস্তুতি নিচ্ছি।’
১১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে