স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ দিন পরই ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে পাঁ রাখবে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। উদ্দেশ্য, বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলা। এ ছাড়াও ৩ দিনের একটি অনুশীলন ম্যাচও খেলবে তারা।
দুই দলের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে আগামী ৯ অক্টোবর। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ১৭ অক্টোবর, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এ টেস্ট সিরিজ নিয়ে গভীর চিন্তায় পড়ে গেছে অস্ট্রেলিয়া।
এর আগে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে এসে ৩টি ওয়ানডে ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া। ঐ সময় দুটি টেস্ট খেলার কথা থাকলেও ব্যস্ত সূচির কারণে তা সম্ভব হয়নি। ফলে বাকি থেকে যাওয়া ঐ দুটি টেস্ট ম্যাচের আনুষ্ঠানিকতা সারতেই এবার বাংলাদেশ সফর করছে অজি ক্রিকেট দল।
১২সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস