বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭, ০২:২২:৪৭

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে তামিম-মুমিনুলের অর্জনের নানা খতিয়ান

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে তামিম-মুমিনুলের অর্জনের নানা খতিয়ান

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ভালোই জবাব দিতে পারে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিম ইকবাল ও বাংলাদেশের ব্রাডম্যান উপাধি পাওয়া মুমিনুল হক। নিচে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে তামিম-মুমিনুলের অর্জনের নানা খতিয়ান তুলে ধরা হলো-

তামিম ইকবাল :
২০০৮ সালে ৪ জানুয়ারি নিউজিল্যান্ডের ডোনেডিনে শুরু হওয়া ৫ দিনের টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে করেছিলেন ৫৩ রান। এর মধ্যে ছিল ৯টি চারের মার। দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৮৪। এর মধ্যে ছিল ১টি ছক্কা ও ১২টি চারের মার।

একই বছর ১২ জানুয়ারি শুরু হওয়া টেস্টে প্রথম ইনিংসে করেছিলেন ১৫ রান। এর মধ্যে ছিল ২টি চারের মার। একই বছর ১৭ অক্টোবর শুরু হওয়া বাংলাদেশের চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম ইনিংসে তামিম করেছিলেন ১৮ রান। এর মধ্যে ছিল ২টি চারের মার। দ্বিতীয় ইনিংসে তার সংগ্রহ ছিল ৩৩। এর মধ্যে ছিল ৫টি চারের মার।

২৫ অক্টোবর চট্টগ্রামের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তামিম করেন ২ রান, দ্বিতীয় ইনিংসে ২ চারের মারসহ ২৪।

২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া নিউজিল্যান্ডের হ্যামিলটনে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে তার সংগ্রহ ছিল ৬৮। এর মধ্যে ছিল ১১টি চারের মার। দ্বিতীয় ইনিংসে ১টি ছক্কা ও ৫টি চারের মারসহ ৩০।

২০১৩ সালের ৯ অক্টোবর চট্টগ্রামে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ০, দ্বিতীয় ইনিংসে ৪৬। ছিল ৮টি চারের মার।২১ অক্টোবর ঢাকার মিরপুরে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে তার সংগ্রহ ছিল প্রথম ইনিংসে ১৭টি চারসহ ৯৫।

দ্বিতীয় ইনিংসে ৪টি চারসহ ৭০। সর্বশেষ নিউজিল্যান্ডের ওয়েলিংটনে আজ শুরু হওয়া প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছেন ৫০ বলে ৫৬ রান। আছে ১১টি চারের মার।

মুমিনুল হক:
২০১৩ সালের ৯ অক্টোবর চট্টগ্রামে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মুমিনুলের সংগ্রহ ছিল ১৮১ রান। এর মধ্যে ছিল ২৭টি চারের মার। দ্বিতীয় ইনিংসে ৩টি চারসহ ২২ করে ছিলেন অপরাজিত। ম্যাচটিতে ১টি উইকেটও পেয়েছিলেন তিনি।

২১ অক্টোবর ঢাকার মিরপুরে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে তার সংগ্রহ ছিল প্রথম ইনিংসে ৮টি চারসহ ৪৭। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ১২৬ রানে। ছিল ১৬টি চারের মার।

সর্বশেষ নিউজিল্যান্ডের ওয়েলিংটনে আজ শুরু হওয়া প্রথম টেস্টের প্রথম ইনিংসে প্রথম দিন শেষে অপরাজিত আছেন ৬৪ রান নিয়ে। এর মধ্যে আছে ১টি ছক্কা ও ১০টি চারের মার।
১২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে