বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭, ১০:৪৮:৩১

১২৫ রান করে এখনও অপরাজিত হাশিম আমলা

১২৫ রান করে এখনও অপরাজিত হাশিম আমলা

স্পোর্টস ডেস্ক:  বৃহস্পতিবারের আগে সবশেষ পাঁচ টেস্টে হাশিম আমলার সর্বোচ্চ রান ছিল ৪৮। দুইবার ডাকও মেরেছেন। একবার ১ রান ও আর একবার ৫ রান করে আউট হয়েছেন।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাপ ডু প্লেসিস বলেছিলেন মাইলফলকের টেস্টে আমলার রানে ফেরা উচিত। তিনি আত্মবিশ্বাসীও ছিলেন আমলার ব্যাপারে। অধিনায়ককে হতাশ করেননি নির্ভরযোগ্য ব্যাটসম্যান হাশিম আমলা।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্টে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। ৪৫ রানের মাথায় স্টিফেন কুক আউট হওয়ার পর মাঠে নামেন হাশিম আমলা। একই রানে ডিন এলগার আউট হওয়ার পর আমলার সঙ্গে এসে জুটি বাঁধেন জেপি ডুমিনি।

তারা দুজন মিলে তৃতীয় উইকেটে ২৯২ রানের জুটি গড়েন। এ যাত্রায় ডুমিনি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন। আর হাশিম আমলা তার শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে অনন্য এক রেকর্ড গড়েন। এটা তার টেস্ট ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি।

ডুমিনির ১৫৫ ও আমলার অপরাজিত ১২৫ রানে ভর করে ৯০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৩৮ রান তুলে প্রথম দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলা ১২৫ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে অপরাজিত থাকা দুয়ান্নে ওলিভার এখনো রানের খাতা খুলতে পারেননি। তারা দুজন দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।বল হাতে শ্রীলঙ্কার লাহিরু কুমারা ২টি উইকেট নিয়েছেন। ১টি উইকেট নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস।
১২ জানুয়ারী ২০১৭/এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে