বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭, ১১:৪৮:৩৮

নতুন বছরেও শীর্ষে আর্জেন্টিনা, জেনে নিন বাংলাদেশ কোথায়?

নতুন বছরেও শীর্ষে আর্জেন্টিনা, জেনে নিন বাংলাদেশ কোথায়?

স্পোর্টস ডেস্ক: নতুন বছরে এসেই ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতির দেখা পেলো আর্জেন্টিনা ফুটবল দল। ২০১৬ সালের চূড়ান্ত ফিফা র‌্যাংকিংয়ের পর মাত্র ১২টি ম্যাচ খেলা হয়েছে। তাতেও নতুন বছরের র‌্যাংকিংয়ে খুব বেশি প্রভাব পড়েনি। শীর্ষে আছে যথাক্রমে আর্জেন্টিনা, ব্রাজিল ও জার্মানি।

এমনকি শীর্ষ ৩৪ দলের কোনও পরিবর্তন হয়নি। র‌্যাংকিংয়ে সবচেয়ে বেশি ঝাঁপ দিয়েছে সুরিনাম। ২২ ধাপ এগিয়ে রয়েছে ১২৮ নম্বরে। এদিকে বাংলাদেশের র‌্যাংকিংয়ে প্রভাব পড়েছে ভালোই। ৫ ধাপ নেমে বর্তমানে তাদের অবস্থান ১৯০ নম্বরে।

জানুয়ারিতে নতুন দুই দল জায়গা করে নিয়েছে শীর্ষ ৫০-এ। সৌদি আরব ৬ ধাপ এগিয়ে এখন ৪৮ নম্বরে। আর নাইজেরিয়া এক ধাপ এগিয়ে রয়েছে ৫০ নম্বরে।
১২ জানুয়ারী ২০১৭/এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে