শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭, ০৮:৩০:৫৭

সাকিবের পর মুশফিকের রাজকীয় শতক

সাকিবের পর মুশফিকের রাজকীয় শতক

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান শতক হাঁকানোর পর অধিনায়ক মুশফিকুর রহিমও শতক হাঁকিয়েছেন। ১৭৯ বলের মাথায় চার মেরে শতক তুলে নেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

এই প্রতিবেদন লেখার সময় ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৮১ রান।

মুশফিক হাফ সেঞ্চুরি তুলে নেন ১০২ বলে। রানের এই যাত্রা তার জন্য মোটেও সহজ ছিল না। ব্যাট করতে নামার কিছুক্ষণ পরেই ট্রেন্ট বোল্টের একটি বাউন্সার খেলতে গিয়ে আঙুলে আঘাত পান। ব্যান্ডেজ লাগিয়ে ব্যাট করতে হচ্ছে তাকে। পরে আরো একবার আঘাত পান আঙুলে। এতেও দমে যাননি বাংলাদেশ অধিনায়ক।

দিনের শুরুতে মমিনুলকে হারালেও সাকিব- মুশফিক দারুণ দৃঢ়তা দেখিয়ে দলকে এগিয়ে নেন। এ জুটির ব্যাটে ভালোই এগিয়ে যাচ্ছে দল।

বৃষ্টি আর আলোর স্বল্পতার জন্য প্রথম দিন খেলা হয় মাত্র ৪০.২ ওভার। প্রথম দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ১৫৪। মমিনুল ৬৪ ও সাকিব ৫ রানে ছিলেন অপরাজিত।

শুক্রবার দ্বিতীয় দিনের শুরুতেই ক্যাচ দিয়েছিলেন সাকিব। সে যাত্রায় বেঁচে যান। এরপর দিনের তৃতীয় ওভারেই ফিরতে হয় মমিনুলকে।
১৩জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে