শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭, ০৯:১৫:০৫

তামিম-জুনায়েদের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি সাকিব-মুশফিকের

তামিম-জুনায়েদের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি সাকিব-মুশফিকের

স্পোর্টস ডেস্ক: তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকির ১৬১ রানের জুটির বেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এখন পর্যন্ত ২৪৫ রান করেছেন দুজন।

শীর্ষে উঠতে মুশফিক ও সাকিব পিছনে ফেলেছেন তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দীককে। ২০০৮ সালে ডুনেডিনে তামিম ও জুনায়েদ উদ্বোধনী উইকেটে ১৬১ রান সংগ্রহ করেন। যা ছিল যেকোনো উইকেটে কিউইদের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি।

ওয়েলিংটনে দলীয় ১৬০ রানে মুমিনুল হক আউট হওয়ার পর মুশফিকুর রহিম ব্যাটিংয়ে আসেন। সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে মুশফিকুর রহিম দৃঢ়তার পরিচয় দেন। দুই জন দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাউন্ডারিতে রান তোলার পাশাপাশি দুজন দ্রুত সিঙ্গেল ও ডাবলসেও রান তুলছেন।

চার কিউই পেসার ও এক স্পিনারকে কড়া শাসন করে সাকিব, মুশফিক হাফ-সেঞ্চুরির স্বাদ পেয়েছেন। তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারের দেখা পান কিনা সেটাই দেখার বিষয়।  
১৩জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে