শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭, ১০:২৪:১৫

৪ উইকেটে টাইগারদের সংগ্রহ ৪৯৬, কিউদের মাটিতে গড়লো সর্বোচ্চ রানের রেকর্ড

৪ উইকেটে টাইগারদের সংগ্রহ ৪৯৬, কিউদের মাটিতে গড়লো সর্বোচ্চ রানের রেকর্ড

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে-টি টেয়েন্টিতে রান খরায় ভুগার পর টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি। ইতোমধ্যেই কিউইদের মাটিতে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে মুশফিকবাহিনী।

এর আগে ২০১০ সালে হ্যামিলটনে ৪০৮ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে করা সে ইনিংসটি এতো দিন নিউজিল্যান্ডের মাটিতে ছিল বাংলাদেশের সর্বোচ্চ রান। তবে শুক্রবার সাকিব আল হাসান ও অধিনায়ক মুশফিকুর রহীমের ব্যাটে নতুন করে ইতিহাস রচনা হয়।

ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র ৪০.২ ওভার। তবে তামিম ইকবাল ও মুমিনুল হকের ব্যাটে আস্থা ফিরে পেয়েছিল টাইগাররা। দ্বিতীয় দিনের শুরুতে মুমিনুলকে হারালেও বাকি সময়টা ছিল শুধুই বাংলাদেশের। সাকিব-মুশফিকের জোড়া সেঞ্চুরিতে ইতোমধ্যেই ৪৯৬ রান করেছে তারা।


তবে শুধু নিউজিল্যান্ডের বিপক্ষেই নয়, দেশের বাইরে টেস্টে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৩ সালে মুশফিকের ডাবল সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে ৬৩৮ রান করেছিল টাইগাররা। তবে আজকে টাইগারদের ব্যাটিংয়ে অনেকেই আস্থা রাখতেই পারেন, এ রানের রেকর্ডও ভেঙ্গে নতুন ইতিহাস করবে বাংলাদেশ।
১৩জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে