শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭, ১০:৪১:৫৪

৪ উইকেটে ৫০০ রান করেও নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্বার খেলছে বাংলাদেশ

৪ উইকেটে ৫০০ রান করেও নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্বার খেলছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্বার বাংলাদেশ ক্রিকেট দল। কিউদের বিপক্ষে নিজেদের ইতিহাসে এমন এমন ব্যাটিং উপহার দিতে পারেনি বাংলাদেশ টিম। এবার ৫০০ রান করেও অবিচল দেশের ব্যাটিং লাইনআপ।

মাত্র ৪টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ যেন বিশ্বমানের টেস্ট খেলুড়ে টিম। ওয়েলিংটনের চিত্র দেখে এটাই মনে হচ্ছে। বাংলাদেশের রান এরই মধ্যে ৫০২। এই রিপোর্টে সাকিব আর কয়েকটি রান পেলেই তার ডাবল সেঞ্চুরি হবে।

তিনি ১৯০ রান ও মুশফিক ১৫৬ রানে অপরাজিত। বেসিন রিজার্ভের ওয়েলিংটনে অন্য এক বাংলাদেশকে দেখছে বিশ্ব। কিউইদের বিপক্ষে বাংলাদেশ এমনভাবে জ্বলে উঠবে তা ছিলো ধারনা বাইরে।

তবে বড় কথাটি হলো দেশের ক্রিকেটের যত বড় সাফল্য তা এসেছে ধারনাকে পাল্টে দিয়েই। এমন আর একটি চমক দেখানোর জন্য প্রথম ইনিংসে বড় সংগ্রহের পর বোলিং সেসনে ভালো করতে হবে বাংলাদেশকে।

ফিল্ডিংয়ে ক্যাচ মিচ ঠেকাতে পারলেই বাংলাদেশ এগিয়ে যাবে এই টেস্ট ম্যাচে। ব্যাটিংয়ের পর টাইগারদের আসল পরীক্ষা হবে বোলিং-ফিল্ডিংয়ে।
১৩ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে