শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০৬:১৮

যে কারণে ভারত-আফ্রিকা সিরিজের ভ্যানু পরিবর্তন

যে কারণে ভারত-আফ্রিকা সিরিজের ভ্যানু পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে একটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে স্বাগতিক ভারতের। আর সেই ম্যাচটি হওয়ার কথা ছিল ফিরোজ শাহ কোটলাতে। কিন্তু রাজনৈতিক কারনে তা আর সেখানে হবে না বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। পরে ভারত ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের ২৯ তারিখে অনুষ্ঠিত্ব টি-টোয়েন্টি ম্যাচটি ফিরোজ শাহ কোটলাতে না হয়ে হবে পালামে।

এ বিষয়ে ডিডিসিএ-এর ভাইস প্রেসিডেন্ট ও সাবেক ভারতের ওপেনার চেতন চৌহান বলেন, ‘শুধু রাজনৈতিক কারণই নয়, আমরা নিউ দিল্লি মিউনিসিপাল করপোরেশন (এনডিএমসি) ও মিউনিসিপাল করপোরেশন অব দিল্লির (এমসিডি) কাছ থেকেও কোটলায় খেলার কোনও অনুমোদন পাইনি।

প্রস্তুতি ম্যাচ না হলেও বিসিসিআই ও চৌহান নিশ্চিত করেছেন—ডিসেম্বরের ৩ তারিখ কোটলায় শুরু হওয়া ভারত-সাউথ আফ্রিকার চতুর্থ টেস্ট ম্যাচটিতে এর কোনও প্রভাব থাকবে না।
চৌহান আরও বলেন, ‘চতুর্থ টেস্ট খেলার জন্য অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে আমরা অনুমোদন পেতে যাচ্ছি।’সূত্রঃ ইএসপিএন ক্রিকইনফো
১২সেপ্টেম্বর ২০১৫, এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে