মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭, ০৩:৩১:৫৬

ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, ভারত-পাকিস্তানের ক্রিকেট যুদ্ধ হবে শ্রীলঙ্কায়

ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, ভারত-পাকিস্তানের ক্রিকেট যুদ্ধ হবে শ্রীলঙ্কায়

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। হবেই ভারত-পাকিস্তানের ক্রিকেট যুদ্ধ। আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে চার জাতির টুর্নামেন্ট ইন্ডিপেন্ডেন্স কাপ। স্বাগতিক শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ভারত ও পাকিস্তান এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বলে নিশ্চিত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি থিলাঙ্গা সুমতিপালা।

স্বাধীনতার ৭০ বছর উদযাপনের জন্য ২০১৮ সালে এ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে শ্রীলঙ্কা। সুমতিপালা জানিয়েছেন, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী নারিল বিক্রমাসিংহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে এ নিয়ে আলোচনা করেছেন। ভারতও এ টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি।

টুর্নামেন্টের সময়সূচি নিয়ে তিনি বলেন, “যখন ইন্ডিপেন্ডেন্স কাপের সময়সূচি নির্ধারণ করা হবে তখন ভারত দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। তাই দুবাইয়ে পরবর্তী আইসিসি সভাতে ইন্ডিপেন্ডেন্স কাপ নিয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকার সাথে আলোচনা করবো। এরপর আমরা প্রত্যেকের সাথেই আলোচনা করবো ও সমন্বয় তৈরি করবো।”

শিগগিরই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড শীঘ্রই টুর্নামেন্টের সময় সূচি ও ভেন্যু নির্ধারণ করবে ও প্রকাশ করবে। ভারতের স্বাধীনতা উদযাপনেও যোগ দিতে পারে শ্রীলঙ্কা। ভারতে সংক্ষিপ্ত এক সফরে যেতে পারে অ্যাঞ্জেলো ম্যাথিউসরা।

তবে জুলাই-অগাস্টে ভারতের শ্রীলঙ্কা সফর ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। বিরাট কোহলির দল এক পূর্ণাঙ্গ সফর করবে সেখানে। তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-২০ থাকবে। তবে এখনো এ সফরের দিনক্ষণ জানা যায়নি।
২৪ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে