মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭, ০৩:৫৯:২২

আমাদের নবীন বোলাররা বোলিংয়ের পুরস্কার পায়নি ফিল্ডিং দুর্বলতার কারণে: হাথুরুসিংহে

আমাদের নবীন বোলাররা বোলিংয়ের পুরস্কার পায়নি ফিল্ডিং দুর্বলতার কারণে: হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান-মুশফিকুর রহিম বাদে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের অর্জন একেবারে শূন্যের কোঠায়।  পূর্ণাঙ্গে সিরিজে মোট ৮টি ম্যাচের প্রতিটি ম্যাচেই লজ্জাজনকভাবেই হেরেছে সফরকারীরা।

টাইগারদের জয়ের স্বাদ না পাওয়ার অন্যতম কারণ  ছিল‘ক্যাচ মিস’। এই সফরে চলেছে টাইগারদের ক্যাচ মিসের মহড়া। দলের ভালো ফিল্ডারদের মুঠো গলে পড়েছে বেশ কয়েকটি ক্যাচ। প্রথম ম্যাচেই বাংলাদেশের ক্রিকেটারদের হাত ফসকে গেছে তিন-তিন বার।

এই চিত্র ছিল গোটা সিরিজেই। প্রায় ২০টার মতো ক্যাচ মিস হয়েছে আট ম্যাচে। ফল; ৮-০ ব্যবধানে হেরে দেশে ফিরতে হচ্ছে টাইগার বাহিনীকে। এসব ক্যাচ মিসকে কেন্দ্র করে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাত থেকে ফসকে গেছে বললেই চলে। কথা তো আছেই যে- ‘ক্যাচ মিস মানে ম্যাচ মিস।’

বাংলাদেশ টেস্ট দলের সহঅধিনায়ক তামিম ইকবাল যেমন ক্যাচ মিসের বিষয়টি আক্ষেপের সঙ্গেই জানিয়েছিলেন। তার সুর ধরলেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহেও। জানালেন, টাইগার বোলাররা তাদের সর্বোচ্চ সুবিধাটুকু আদায় করে নিতে পারেননি ফিল্ডারদের দুর্বল ফিল্ডিংয়ের জন্য।

বিদেশের মাটিতে খেলতে গিয়ে ক্যাচ মিস করলে তার পরিণতি হয় ভয়ঙ্কর। সে কথাই বোঝানোর চেষ্টা করলেন হাথুরু, ‘আমাদের মতো দলের জন্য দেশের বাইরে ক্যাচ নেয়াটা খুব দরকার। দেশে ক্যাচ হাতছাড়া হলেও সমস্যা হয় না!

আমি বলবো না যে শুধু ফিল্ডিংয়ের কারণে আমরা হেরেছি তা বলবো না। তবে আমাদের নবীন বোলাররা বোলিংয়ের পুরস্কার পায়নি ফিল্ডিং দুর্বলতার কারণে।’
২৪ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে