মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭, ০৫:৩৫:৪৪

টানা ৩ বার হোয়াইটওয়াশ হওয়ার পরও জাতীয় দলে পরিবর্তন আনতে চান না হাথুরুসিংহে

টানা ৩ বার হোয়াইটওয়াশ হওয়ার পরও জাতীয় দলে পরিবর্তন আনতে চান না হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডে গিয়ে তিন ফরম্যাটের তিন সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে দলে বড় পরিবর্তন আনার বিপক্ষে।

তিনি এই পরাজয়ের বিষয়টি নিয়ে খুব হতাশ কিংবা সমালোচনায় মেতে ওঠার ব্যাপারেও সতর্ক করেছেন। একঝাঁক নবীন ক্রিকেটার সহ এই সফরে খেলে আসা ক্রিকেটারদের পারফর্মেন্সে তিনি সন্তুষ্ট।

হাথুরুসিংহে বলেছেন, "এই সফরে তিন ফরম্যাট মিলিয়ে ৫ ক্রিকেটারের অভিষেক হয়েছে যাদের বাইরে খেলার কোনো অভিজ্ঞতা নেই। এই একটি সফরের ফলাফলই সব নয়। আমাদের কাছে উত্সাহিত হওয়ার মত ইতিবাচক অনেক বিষয় আছে। অনভিজ্ঞ হয়েও ছেলেরা খুব দ্রুত শিখছে। এই বিষয়গুলিই আমাদেরকে ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা। "

হাথুরুসিংহের মতে, বাংলাদেশ এখনও ৫ দিনের টেস্ট ম্যাচে মনযোগ ধরে রাখতে পারছে না। যে কারণে দ্বিতীয় ইনিংসে পারফর্মেন্স খারাপ হচ্ছে। ওয়েলিংটন টেস্টে বাংলাদেশ ১৬০ ওভার বল করে ৫৬ রানের লিড নিতে পেরেছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে তাদের এই উদ্যম হারিয়ে যায়। ক্রাইস্টচার্চে তো সেই উদ্যম চোখের পলকে নাই হয়ে গেল।

হাথুরুর ভাষায়, "এটা খুবই হতাশাজনক যে, ক্রাইস্টচার্চ এবং ওয়েলিংটনে দ্বিতীয় ইনিংসে এমন ধস নেমেছিল। হয়তো ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড তাদের সেরা ইনিংসটি খেলেছিল। কিন্তু এটা কোনো অজুহাত হতে পারে না। আমরা একটি শক্তিশালী দলের কাছে তাদের ঘরের মাঠে হেরেছি-এটাই আসল কথা। "

কোচের কথায় আরও উঠে আসে দেশের বাইরে বেশি বেশি সিরিজ খেলার তাগিদ। এই সফরগুলো থেকে পাওয়া শিক্ষা বাংলাদেশ দলকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে বলেই তার বিশ্বাস।
২৪ জানুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে