মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭, ০৫:৫৩:৩২

নিজের ব্যাটিং ব্যর্থতাকে ‘রাবিশ’ বললেন তামিম ইকবাল

নিজের ব্যাটিং ব্যর্থতাকে ‘রাবিশ’ বললেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফরে ড্যাশিং ওপেনার তামিম ইকবালের সামনে সুযোগ ছিল প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে দশ হাজারী ক্লাবে প্রবেশের। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।
 
পুরো সিরিজেই তার ব্যাট তেমন কথা বলেনি। উল্টো বাজে শট খেলে বার বার আউট হয়েছেন তামিম ইকবাল।
 
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে, টি২০ ও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টে ভালো খেললেও দ্বিতীয় টেস্টে ব্যাটসম্যানরা তাদের ব্যর্থতার বিত্ত থেকে বের হতে পারেননি।
 
আর তাতেই ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারতে হল বাংলাদেশকে। কাগজে-কলমে হিসাব কষলে নিউজিল্যান্ড চারদিনেই এই টেস্ট জিতে নিয়েছে। কিন্তু খেলা হয়েছে মাত্র তিনদিন। মাঝখানে একদিন বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি।
 
শেষ টেস্টে এমন বাজেভাবে হারার দায়ভার নিজের কাঁধেই নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমের ইনজুরির কারণে অধিনায়কের দায়িত্ব পান তামিম। কিন্তু দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হন এ বাম-হাতি ব্যাটসম্যান।
 
শেষ টেস্টে দুই ইনিংসে করেছেন মাত্র ১৩ রান। নিজের আউট নিয়েও অখুশী তামিম ইকবাল। সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হন অধিনায়ক তামিম।
 
এসময় নিজের ব্যাটিং ব্যর্থতাকে রাবিশ বলেন তামিম ইকবাল। তিনি বলেন, দ্বিতীয় ইনিংসে আমি যেভাবে আউট হয়েছি সেটি একেবারেই রাবিশ। আমার উচিত ছিল বাজে বলের জন্য অপেক্ষা করা।
 
তামিম বলেন, আমি দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছি। কারণ অধিনায়ক শুধু নামে নয়, অনেক সময় ব্যাটিং দিয়েও সামনে থেকে নেতৃত্ব দিতে হয়।
২৪ জানুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে