মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭, ০৭:৩৭:১৩

সাকিব-তামিমকে এক হাত নিলেন পাপন

সাকিব-তামিমকে এক হাত নিলেন পাপন

স্পোর্টস ডেস্ক: নিয়মিত অধিনায়ক মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহীম, টেস্টে স্পেশালিস্ট মুনিনুল হক ও গত দুই বছরে টেস্ট ক্রিকেটে দারুণ ফর্মে থাকা ওপেনার ইমরুল কায়েস ছিলেন না নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে।

তাই স্বাভাবিকভাবেই দায়িত্বটা বেশি ছিল ওই ম্যাচে অধিনায়কত্ব পাওয়া তামিম ইকবাল এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর। তবে এ দুই তারকাই ছিলেন ব্যর্থ।

দু’জনই আউট হয়েছেন দৃষ্টিকটুভাবে। তাই তাদের একরকম ধুয়েই দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সাকিব-তামিমের নাম সরাসরি উচ্চারণ না করে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের সিনিয়র খেলোয়াড়রা যেভাবে খেলেছে সেখানে মনে হয়ছে তারা হারের জন্যই খেলছে। ইচ্ছে করে তো আর কেউ এভাবে খেলেনি; কিন্তু খেলা দেখে যে কেউ বলবে এ কথা। জয় কিংবা ড্রয়ের কোন অপশনই তাদের মাথায় ছিল না।’- ক্ষোভ নিয়ে এমনটাই বললেন বিসিবি সভাপতি।

দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই বলের উপর চড়াও হতে গিয়ে আউট হয়েছেন তামিম। উইকেটে এসেই তার এমন মানসিকতার ব্যাটিংয়ে অবাক হয়েছেন সকল ক্রিকেটবোদ্ধারা। একই কাজ করেছেন সাকিব আল হাসানও। টিম মিটিংয়ে সতর্ক করে দেওয়ার পরও এভাবে তারা খেলছেন বলে জানান পাপন।

‘দলের গুরুত্বপূর্ণ তিনজন খেলোয়াড় যখন ইনজুরিতে, তখন যদি আপনি এসে মেরে বসেন। পরে বলেন এইসবে তো আমি রান পেয়েছি। অথচ তার উপরই সবচেয়ে বেশি দায়িত্ব।

তামিম যে শটগুলোতে আউট হচ্ছে বার বার একই শটে আউট হচ্ছে- এটা মেনে নেওয়া কঠিন। আপনি কি মনে করেন মিটিংয়ে এইগুলো আলোচনা হয় না! সব সমই হয়; কিন্তু মানসিকতা পরিবর্তন না করলে কিছু হয় না। এই জিনিসগুলো নিয়ে আরও কাজ করতে হবে।’

প্রথম টেস্টে দারুণ এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাকিব। যদিও দ্বিতীয় ইনিংসের তাদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হারতেই হয়েছিল সেেই টেস্ট। তাই ডাবল সেঞ্চুরি না করে কয়েকভাগে কয়েকটি ইনিংস খেললে দলের উপকার হতো বলে মনে করেন পাপন।

‘ওই দুইশো রান এক ইনিংসে না করে টি-টোয়েন্টি ও ওয়ানডেগুলোতে ৩০ রান করে করলেও আমরা ম্যাচ জিতি। আমার যখন দরকার তখন হয়নি। টেস্টের ওই দুইশো রান না করে ১৫০ করে পরের ইনিংসে ৫০ করলেও তো হতো। উইকেটে যদি সময়টা বেশি কাটাতে পারতো। তাহলে কিন্তু আমার দলের জন্য লাভ হতো।-জাগো নিউজ
২৪ জানুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে