রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৪৮:৪১

বিরাট কোহলিকে চাইছেন জ্যাক ক্যালিস

বিরাট কোহলিকে চাইছেন জ্যাক ক্যালিস

স্পোর্টস ডেস্ক : টেস্ট দলের অধিনায়কত্ব পেয়েছেন কিছুদিন হল৷ আগামী দিনে সীমিত ওভারের ক্রিকেটেও ভারতের নেতা হিসাবে বিরাট কোহলিকে চাইছেন জ্যাক ক্যালিস৷ তিনি বলছেন, ‘তিন ধরনের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কোহলির আছে৷ ধোনি চিরকাল থাকবে না৷ একটা সময় ওকে সীমিত ওভারের ক্রিকেট থেকেও সরতে হবে৷ তখন নির্বাচকদের উচিত কোহলির উপরই ভরসা রাখা৷

ক্যালিস জানান, ওকে দায়িত্ব দিলে ব্যাপারটা মোটেই খারাপ হবে না৷ যেটুকু কোহলিকে দেখেছি, মনে হয়েছে ও চাপ নিয়ে খেলতে ভালবাসে, একজন অধিনায়কের এই গুণটা অবশ্যই থাকা উচিত৷’ অধিনায়কত্ব কি ব্যাটসম্যান কোহলির উপর প্রভাব ফেলতে পারে? এবার কালিসের উত্তর, ‘মনে হয় না তেমন কিছু হবে৷ কোহলি দুর্দান্ত প্রতিভা৷ ও জানে কীভাবে চাপ সামলাতে হয়৷ সব ধরনের অবস্থার মুখোমুখি হতে ও তৈরি৷’

শ্রীলঙ্কা সফরে ভারতের বাড়তি আগ্রাসন দেখে খুশি নন অনেক সাবেক তারকাই৷ বিশেষ করে সমালোচনা শুনতে হয়েছে ইশান্ত শর্মাকে৷ কালিসের কিন্তু আগ্রাসনে অপত্তি নেই৷ বলেন, ‘নরমসরম মানুষদের জন্য ক্রিকেট খেলা নয়৷ ক্রিকেটে আগ্রাসন থাকবেই৷ আগ্রাসন সাফল্যের অন্যতম অঙ্গ৷ তাই আগ্রসন নিয়ে আমার কোনও অসুবিধে নেই৷’

১৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে