স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখার অভিযানে বার্সেলোনার শুরুটা হয়েছে দারুণ। টানা তৃতীয় জয় তুলে নিতে এবার লিওনেল মেসি ও নেইমারের নৈপুণ্যে আতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে তারা।
শনিবার ভিসেন্তে কালদেরনে স্বাগতিকদের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলে জয়ে একটি করে গোল করেন নেইমার ও মেসি। এর আগে আতলেতিকোকে এগিয়ে নেওয়া গোলটি করেন ফের্নান্দো তোরেস।
এর আগে প্রথমার্ধে গোলশূন্য খেলা শেষ করে দুই দল। পরে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ফার্নান্দো তোরেসের গোলে এগিয়ে যায় অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ ফ্রি-কিকের গোলে নেইমার সমতায় ফেরায় বার্সেলোনাকে।
লিভারপুল থেকে অ্যাটলেটিকোতে আসা ফার্নান্ডো টরেসের গোলে দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫১ মিনিট) এগিয়ে যায় ডিয়েগো সিমিওনির দল। তবে বেশিক্ষণ এগিয়ে থাকার সুযোগ দেননি নেইমার। ৪ মিনিট পরেই গোল করে খেলায় সমতা নিয়ে আসেন তিনি।
মেসিকে প্রথম একাদশে না রেখে চমকে দিয়েছিলেন এনরিক। তবে শেষ পর্যন্ত বাধ্য হয়ে মেসিকে মাঠে নামাতে হয় তাকে। দ্বিতীয়ার্ধে খেলার ৬০ মিনিটে রাকিটিচের বদলি হিসেবে মাঠে নামেন ক্ষুদে জাদুকর। খেলায় তখন সমতা। বার্সাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৭৭ মিনিটেই লুইস সুয়ারেজের দেওয়া বলে গোল করে বার্সাকে এগিয়ে দেন মেসি।
ম্যাচের যোগ করা সময়ে সমতা আনার সুযোগ পায় আতলেতিকো। কিন্তু প্রতিপক্ষের জালে আর বল পাঠানো হয়নি তাদের। তাই এক পঞ্জিকাবর্ষে নিজেদের মাঠে বার্সেলোনার কাছে তৃতীয় হার এড়াতে পারেনি তারা।
৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আপাতত লা লিগার শীর্ষে উঠে এসেছে লুইস এনরিকের বার্সেলোনা। সমান ম্যাচে দিয়েগো সিমেওনের আতলেতিকোর পয়েন্ট ৬।
১৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে