শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫, ০৪:৫২:২৬

ডেঙ্গু ইস্যুতে মাশরাফিকে দারুণ সুখবর দিলেন ডাক্তার

ডেঙ্গু ইস্যুতে মাশরাফিকে দারুণ সুখবর দিলেন ডাক্তার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়ক ক’দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তী হয়েছিলেন। তবে ডাক্তার বলেছেন বর্তমানে মাশরাফি বিন মতুর্জার শারিরিক অবস্থা অনেক ভালো। সে কারণেই মূলত মাশরাফিকে আজ শুক্রবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়াপত্র দেয়া হয়েছে। তবে ছাড়পত্র দিলেও ডাক্তারা মাশরাফিকে বাড়ি ফিরলেও কয়েকটা দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ছাড়পত্র পেয়ে মাশরাফি বলেন, ‘আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছি। তবে শরীর এখনও বেশ দুর্বল। আরো কয়েকটা দিন বিশ্রামে থাকতে বলেছেন ডাক্তার। সুনির্দিষ্ট বলা মুশকিল কত দিন লাগবে। তবে আশা করি, আর কয়েকদিনেই পুরোপুরি সুস্থ হয়ে উঠব।’ উল্লেখ্য, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মাশরাফি গত ৯ অক্টোবর ভোর রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর এক সপ্তাহ চিকিৎসকের পর্যবেক্ষণে থাকার পর তিনি এখন অনেকটাই সুস্থ। ১৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে