শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫, ০৫:৩১:৫৮

মোহাম্মদ আমির আবারো কঠিন শাস্তি পেলেন

মোহাম্মদ আমির আবারো কঠিন শাস্তি পেলেন

স্পোর্টস ডেস্ক: ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছর ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকার পর সম্প্রতি ক্রিকেট মাঠে ফিরেছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। তবে ক্রিকেটে ফিরে আবার তিনি শাস্তি পেয়েছেন। মঙ্গলবার ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচে শৃঙ্খলা ভঙ্গে দায়ে অভিযুক্ত হওয়ার পর বৃহস্পতিবার আমিরের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ)। এবার তার শাস্তি হলো তিনি যে ম্যাচে শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন সেই ম্যাচের ম্যাচ ফির ১৫০ শতাংশ জরিমানা। অর্থ্যাৎ সেই ম্যাচ থেকে তিনি যত টাকা পেতেন তার পুরো টাকাসহ ঘর থেকে আরো ৫০ শতাংশ জরিমানা গুনতে হলো তাকে। গত জানুয়ারিতে প্রথম শ্রেণির ম্যাচ খেলার অনুমতি পাওয়া আমির পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পর্যবেক্ষনের মধ্যে আছেন। ম্যাচটিতে তাকে স্লেজিং করতে দেখা যায়। পরে পিআইএ ব্যাটসম্যান ফয়সাল ইকবালকে উদ্দেশ করে বাজে কথাও বলেন। এটা পিসিবির ঘরোয়া আচরণবিধির লঙ্ঘন। স্পট-ফিক্সিংয়ের জন্য পাঁচ বছরের নিষেধাজ্ঞা থেকে গত সেপ্টেম্বরেই মুক্তি পাওয়া আমির ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে আছেন। ৩ ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন তিনি। ১৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে