শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫, ০৬:০৭:১৩

ফিফা সভাপতি পদের যোগ্য প্রার্থী কে?

ফিফা সভাপতি পদের যোগ্য প্রার্থী কে?

জুবায়ের আল মাহমুদ রাসেল: ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার সভাপতির দায়িত্ব পালনকালে সেফ ব্লাটার আর্থিক কেলেঙ্কারি, ঘুষ নেয়া ছাড়াও আরও অনেক দুর্নীতির অভিযোগের মুখে পড়েন। এ কারনে বিশ্বব্যাপী ‘ব্লাটার হটাও’ ধ্বনিটা ছিলো অনেক বেশি জোড়ালো। তাই বাধ্য হয়ে গত জুনে ফিফার দায়িত্ব থেকেই নিজেই সড়ে দাড়াঁন ব্লাটার। তাই আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া ফিফা নির্বাচনে সভাপতি পদের যোগ্য প্রার্থী কে-ফুটবল ভক্তদের মাথায় এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। তবে এরই মধ্যে ব্রাজিলের সাবেক কিংবন্তী ফুটবলার পেলে মত দিয়েছেন আগামীতে ফিফা সভাপতি হওয়ার সবচেয়ে যোগ্য প্রার্থী তার দেশেরই সাবেক খেলোয়াড় জিকো। পেলে বলেন, ‘ফিফা সভাপতির পদের জন্য সেরা প্রার্থী জিকো। ফিফা সভাপতি পদের জন্য অবশ্যই তার নির্বাচন করা উচিত।জাপান দলের কোচ থাকা অবস্থায়ও সে ভালো করেছে। আমি তাকে ভালোভাবেই চিনি। সে খুবই ভালো মানুষ। ফিফা নির্বাচনে সে অনেক শক্তিশালী প্রার্থী।’ তবে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে অনেকেই নড়েচড়ে বসেছেন। ইতোমধ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন গত নির্বাচনে ব্লাটারের প্রতিন্দ্বন্দি থাকা জর্ডানের যুবরাজ আলি বিন আল হুসেইন। আগামী ফিফা নির্বাচনে সভাপতি পদে দাড়াঁনোর কথা ইতোমধ্যে চাউর করেছেন ফ্রান্সের সাবেক খেলোয়াড় মিশেল প্লাতিনির। এমন খবরে শংকা বোধ করেছেন পেলে। তার মতে প্লাতিনির জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন পেলে, ‘ফিফাকে চালানো অনেক কঠিন হবে। আমি প্লাতিনি সাথে কথা বলেছি, সেও বলেছে ফিফার সর্বোচ্চ পদটি নিয়ন্ত্রন করা কঠিন হবে। তবে আমি এটা বলতে চাই না, সেখানে আমি কাকে দেখতে চাই। আমি চাই, একজন ভালো মানুষ ফিফার সর্বোচ্চ পদের দায়িত্বে থাকুক।’ তবে এটা ভুলে গেলেও চলবে না যে, আর্জেন্টিনার সাবেক তারকা কিংবদন্তী ফুটবলার দিয়েগো ম্যারাদোনাও ফিফা সভাপতি পদের জন্য লড়াই চালানোর ঘোষণা দিয়েছেন। আবার সেফ ব্লাটার যে নির্বাচন করবেন না-এমন ঘোষণাও তিনি দেন নি। ফলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা সভাপিত পদের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বোঝায় যাচ্ছে। ১৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে