বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৭, ০৬:২৮:৩২

এবার দুবাইয়ের ক্লাবে ডাক পেলেন বাংলাদেশের ‘গোলকন্যা’ সাবিনা

এবার দুবাইয়ের ক্লাবে ডাক পেলেন বাংলাদেশের ‘গোলকন্যা’ সাবিনা

স্পোর্টস ডেস্ক: ইতিহাস তিনি গড়েছেন আগেই-বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশের ঘরোয়া ফুটবল খেলেছেন সাবিনা খাতুন। মালদ্বীপে খেলা এ ‘গোলকন্যা’র সামনে এবার আরো বড় দেশের ক্লাবের হাতছানি। দুবাইয়ের ক্লাব রোসোনারি এফসিতে ডাক পেয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। ওই ক্লাবটি নিয়মিত যোগাযোগ রাখছে সাবিনার সাথে।

ফোনের অন্য প্রান্তে উচ্ছ্বসিত সাবিনা খাতুন, ‘সোমবার দুবাইয়ের রোসোনারি ক্লাবের সহকারী কোচ আমার সাথে কথা বলেছেন। সব কিছু ঠিক। এখন ভিসার জন্য অপেক্ষা।’ সংযুক্ত আরব আমিরাতের মতো ফুটবল সমৃদ্ধ দেশটির ক্লাব তাকে দলভূক্ত করতে যাচ্ছে। এটা কেবল সাবিনার জন্যই নয়, দেশের ফুটবলের জন্যও বড় খবর। সাবিনা তো উচ্ছ্বসিত হবেনই।

শিলিগুড়িতে অনুষ্ঠিত নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ রানার্সআপ হয়েছে। দেশকে প্রথমবারের মতো ফাইনালে ওঠানোর পেছনে বড় ভূমিকা ছিল তার। সাফের পরপরই সাবিনার সঙ্গে যোগাযোগ করেন দুবাইয়ের রোসোনারি ক্লাবের কর্মকর্তারা। সব কিছুই চূড়ান্ত-এখন ভিসা হলেই দুবাইয়ে উড়াল দেবেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। মধ্য প্রাচ্যের দেশটির ক্লাবে খেলতে মুখিয়েও আছেন সাতক্ষীরার এই ফুটবলার।

‘ভিসা সংক্রান্ত সব কাজ ওই ক্লাব থেকেই করা হচ্ছে। এখন ভিসার পাওয়ার ওপর নির্ভর করছে সেখানে যাওয়া’-জাগো নিউজকে বলেছেন সাবিনা খাতুন। সাবিনা বলেছেন, ‘সামনে ক্লাবটির টুর্নামেন্ট আছে, লিগ ম্যাচ আছে। তারা আমাকে ২/৩ মাসের জন্য নেবে। লিগ খেলাবে, ট্রায়ালও নেবে। তারপর আমার পারফরম্যান্স দেখে দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়টি আলোচনা করবে।’

সাবিনা ২০১৫ সালে মালদ্বীপে খেলেছেন দেশটির পুলিশ ক্লাবের হয়ে। মালদ্বীপ উইমেন্স ফুটসাল ফিয়েস্তা টুর্নামেন্টে গোল আর হ্যাটট্রিক করে মাতিয়েছিলেন দ্বীপ রাষ্ট্রটিকে। ৬ ম্যাচে গোল করেছিলেন ৩৭টি। গোল আর হ্যাটট্রিক মালদ্বীপে সাবিনার পরিচিতি এনে দিয়েছে ‘গোলকন্যা’ হিসেবে ।

দুবাই যাওয়া-আসার খরচ সাবিনাকেই বহন করতে হবে। রোসোনারি ক্লাব দেবে শুধু সম্মানি। ‘মালদ্বীপ আর দুবাইয়ের মধ্যে অনেক পার্থক্য। ওখানে বিভিন্ন দেশের খেলোয়াড় থাকবে। ইতোমধ্যে ওই ক্লাবে ২ জন পাকিস্তানি খেলোয়াড় যোগও দিয়েছেন। ওরা যে সম্মানি দেবে তাতে আমার সব খরচ হয়ে যাবে। আমি আসলে অর্থকে প্রাধান্য দিচ্ছি না। খেলাকেই বেশি গুরুত্ব দিচ্ছি। জয় স্যার (যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়) বলেছেন- দুবাইয়ে যাওয়া নিশ্চিত হলে তিনি স্পন্সর করবেন’-জাগো নিউজকে সাবিনা খাতুন।-জাগো নিউজ
১ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে