রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭, ০৮:৩০:০৩

নিলামের ২৪ ঘণ্টা আগে কেন অপদস্থ করা হলো ধোনিকে?

নিলামের ২৪ ঘণ্টা আগে কেন অপদস্থ করা হলো ধোনিকে?

স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগেই নিজের ইচ্ছায় ভারতের অধিনায়কের পদ ছেড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি।  এবার আইপিএল-এও তাকে পুনের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেয়া হলো।

আর কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলেছে আইপিএল ১০।  বিগত ৮ বছর ধরে চেন্নাই সুপার কিংস-এর অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন তিনি।  আইপিএল থেকে চেন্নাই বাদ পড়ার পরে গত মরসুমেই তাকে কিনে নেয় পুনে সুপারজায়ান্টস।  

সেই দলেরও অধিনায়কের পদে ছিলেন তিনি।  তবে সাফল্য পাননি।  ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৫টি ম্যাচেই জিততে পেরেছিল তার দল।

সেই কারণেই এবার আইপিএল-এর নিলামের ২৪ ঘণ্টা আগেই ধোনিকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হলো বলে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।  তার জায়গায় পুনে দলের নতুন অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।

গত আইপিএলে রানও পাননি ধোনি।  ১২ ইনিংসে করেছিলেন মাত্র ২৮৪ রান।  ছিল একটি অর্ধশত।

আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে দুর্দান্ত সফল ছিলেন ধোনি।  দলকে দুবার করে আইপিএল এবং চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন করেছিলেন মাহি।  সোমবার হবে আইপিএলের নিলাম।  তার আগে পুনে ফ্রাঞ্চাইজির এই সিদ্ধান্ত বেশ চমকপ্রদ।  ‌

যদিও পুনের মালিক সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, ‘‌ধোনি খুব ভালো নেতা।  দলকে সহযোগিতা করেছে।  তবে আমরা তরুণ কাউকে অধিনায়ক হিসেবে চেয়েছিলাম।
১৯ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে