সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭, ০২:৩৮:১৬

আইপিএলের নিলামে কে পেলেন রেকর্ড দাম? কারা অবিক্রিত?

আইপিএলের নিলামে কে পেলেন রেকর্ড দাম? কারা অবিক্রিত?

স্পোর্টস ডেস্ক: আজ সকালে বেঙ্গালুরুতে শুরু হয়েছে আইপিএল দশম আসরের নিলাম। ইতিমধ্যেই আইপিএল-এর সূচি ঘোষণা হয়ে গিয়েছে। তারমধ্যে বোমা ফাটিয়েছে রাইজিং পুণে সুপারজায়ান্টস।

এবারের আইপিএল-এ ফ্র্যাঞ্চাইজিগুলির নজরে রয়েছে আফগানিস্তান ও জিম্বাবোয়ের ক্রিকেটাররা। তবে তারা ম্যাচ উইনার হিসাবে এখনও প্রথমসারির ক্রিকেট খেলিয়ে দেশগুলির কিছু খেলোয়াড়েই বাজি রাখছে। এক নজরে দেখে নেওয়া যাক।

১. এখন পর্যন্ত সবচেয়ে বড় নিলামের দর হেঁকেছে রাইজিং পুণে সুপারজায়ান্টস। তাঁরা ১৪.৫ কোটি টাকা কিনে নিয়েছে ইংল্যান্ডের বেন স্টোকসকে।

২. তবে, ২কোটি টাকার বেস প্রাইস নিয়ে নিলামের প্রথমভাগে আবিক্রিত থেকেছেন ইশান্ত শর্মা। গত আইপিএল-এ পুণের হয়ে খেলেছিলেন তিনি।

৩. আরসিবি এবার তাদের বোলিং বিভাগে চমক এনেছে। ১২ কোটি টাকায় তারা দলে নিয়েছে টাইমাল মিলসকে।

৪. বোলিং বিভাগে কেকেআর-এ এবার দেখা যাবে টেরেন্ট বোল্টকে। ৫ কোটি টাকায় তাঁকে কিনেছে শাহরুখ খানের কলকাতা নাইটরাইডার্স।

৫. দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাকে এবার দলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। ৫ কোটি টাকায় তাঁকে কিনেছে দিল্লি।

৬. ইংল্যান্ড দলের উইকেট-কিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর এবারের বেস প্রাইস ছিল ১.৫ কোটি টাকা। কিন্তু, নিলামের প্রথম ধাপে বেয়ারস্টোর জন্য কেউ দর হাঁকেনি।

৭. অবিক্রিত ইরফান পাঠানও। তাঁর বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা।

৮. ২ কোটি টাকায় এবার দিল্লি ডেয়ার ডেভিলস অ্যাঞ্জেলা ম্যাথুজকে দলে নিয়েছে।

৯. আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ নবিকে দলে টানতে ৩০ লক্ষ টাকা খরচ করল রাইজিং পুণে সুপারজায়ান্টস।
২০ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে