সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭, ০২:৪০:৪৫

আইপিএলের নিলামে দল পেয়েছেন যারা, দেখে নিন-তাদের তালিকা

আইপিএলের নিলামে দল পেয়েছেন যারা, দেখে নিন-তাদের তালিকা

স্পোর্টস ডেস্ক: ২০১৭ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল-এ নিলামে রয়েছে মোট ৩৫৭ জন ক্রিকেটার।  যার মধ্যে  ১৩০ জন হলেন বিদেশী এবং বাকি ২২৭ জন ভারতীয়।  আর এই নিলামে অন্তর্ভুক্ত মোট ৩৫৭ জন ক্রিকেটারদের মধ্যে ৬২ জন হলেন ব্যাটসম্যান, ১১৭ জন হলেন বোলার, ১৪৮ জন হলেন অলরাউন্ডার এবং বাকি ৩০ জন হলেন উইকেটরক্ষক।

নিলামে অন্তর্ভুক্ত মোট ২২৭ জন ক্রিকেটারেরই কোনো আইপিএল খেলার অভিজ্ঞতা নেই। দেখে নিন-যারা দল পেয়েছে তাদের নামের তালিকা:    

ইয়ন মর্গ্যান – কিংস ইলেভেন পাঞ্জাব – ভারতীয় মুদ্রায় ২ কোটি

পাবান নেগি – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ভারতীয় মুদ্রায় ১ কোটি

বেন স্টোকস – রাইজিং পুনে সুপারজায়েন্টস – ভারতীয় মুদ্রায় ১৪.৫ কোটি

অ্যাঞ্জেলো ম্যাথ্যুজ – দিল্লি ডেয়ারডেভিলস – ভারতীয় মুদ্রায় ২ কোটি

কোরি অ্যান্ডারসন – দিল্লি ডেয়ারডেভিলস – ভারতীয় মুদ্রায় ১ কোটি

নিকোলাস পুরান – মুম্বই ইন্ডিয়ান্স – ভারতীয় মুদ্রায় ৩০ লাখ

কাগিসো রাবাদা – দিল্লি ডেয়ারডেভিলস – ভারতীয় মুদ্রায় ৫ কোটি

ট্রেন্ট বোল্ট – কলকাতা নাইট রাইডার্স – ভারতীয় মুদ্রায় ৫ কোটি

তাইমাল মিলস – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ভারতীয় মুদ্রায় ১২ কোটি

প্যাট কামিন্স – দিল্লি ডেয়ারডেভিলস – ভারতীয় মুদ্রায় ৪.৫ কোটি

মিচেল জনসন – মুম্বই ইন্ডিয়ান্স – ভারতীয় মুদ্রায় ২ কোটি

অঙ্কিত বাওয়ানে – দিল্লি ডেয়ারডেভিলস – ভারতীয় মুদ্রায় ১০ লাখ

তন্ময় আগারওয়াল – সানরাইজার্স হায়দ্রাবাদ – ভারতীয় মুদ্রায় ১০ লাখ

মোহাম্মাদ নাবি – সানরাইজার্স হায়দ্রাবাদ – ভারতীয় মুদ্রায় ৩০ লাখ

কৃষ্ণাপ্পা গথাম – মুম্বই ইন্ডিয়ান্স – ভারতীয় মুদ্রায় ২ কোটি

রাহুল তেওয়াটিয়া – কিংস ইলেভেন পাঞ্জাব – ভারতীয় মুদ্রায় ২৫ লাখ

আদিত্য তারে – দিল্লি  ডেয়ারডেভিলস – ভারতীয় মুদ্রায় ২৫ লাখ

একলব্য দ্বিবেদি – সানরাইজার্স হায়দ্রাবাদ – ভারতীয় মুদ্রায় ৭৫ লাখ

অনিকেত চৌধরী – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ভারতীয় মুদ্রায় ২ কোটি

টি নাটারাজান – কিংস ইলেভেন পাঞ্জাব – ভারতীয় মুদ্রায় ৩ কোটি

নাথু সিং – গুজরাট লায়ন্স – ভারতীয় মুদ্রায় ৫০ লাখ

বাসিল থাম্পি – গুজরাট লায়ন্স – ভারতীয় মুদ্রায় ৮৫ লাখ

মুরুগান আশ্বিন – দিল্লি ডেয়ারডেভিলস – ভারতীয় মুদ্রায় ১ কোটি

তেজাস সিং বারোকা – গুজরাট লায়ন্স – ভারতীয় মুদ্রায় ১০ লাখ

রাশিদ খান আরমান – সানরাইজার্স হায়দ্রাবাদ – ভারতীয় মুদ্রায় ৪ কোটি

প্রাভিন তাম্বে – সানরাইজার্স হায়দ্রাবাদ – ভারতীয় মুদ্রায় ১০ লাখ

ক্রিস ওকস – কলকাতা নাইট রাইডার্স – ভারতীয় মুদ্রায় ৪.২ কোটি

কর্ণ শর্মা – মুম্বই ইন্ডিয়ান্স – ভারতীয় মুদ্রায় ৩.২ কোটি

ঋষি ধাওয়ান – কলকাতা নাইট রাইডার্স – ভারতীয় মুদ্রায় ৫৫ লাখ

ম্যাট হেনরি – কিংস ইলেভেন পাঞ্জাব – ভারতীয় মুদ্রায় ৫০ লাখ

জয়দেব উনাদকাট – রাইজিং পুনে সুপারজায়েন্টস – ভারতীয় মুদ্রায় ৩০ লাখ

বরুণ অ্যারন – কিংস ইলেভেন পাঞ্জাব – ভারতীয় মুদ্রায় ২.৮ কোটি

মনপ্রীত গোনি – গুজরাট লায়ন্স – ভারতীয় মুদ্রায় ৬০ লাখ
২০ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে