সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭, ০৪:৫৩:৫৫

আমিরাতের ক্রিকেটার আইপিএলে! কিনল যে দল, দেখুন কি কেরামতি জানেন তিনি?

আমিরাতের ক্রিকেটার আইপিএলে! কিনল যে দল, দেখুন কি কেরামতি জানেন তিনি?

স্পোর্টস ডেস্ক: প্রথমে নিলামের তালিকায় ছিল ৭৯৯ খেলোয়াড়।  সেখান থেকে নামিয়ে আনা হয় সাড়ে তিনশোতে।  যেখানে ১২২ জন বিদেশি খেলোয়াড়। সুরি কিভাবে এই তালিকায় থাকেন? কি করেছেন তিনি? আর কেনইবা গুজরাট তাকে কিনে নিল?

এই প্রশ্নগুলোর কিছু জবাব হয়তো ২২ বছরের সুরির মুখেই মিলবে, '২০১৪ সালে আইপিএল যখন সংযুক্ত আরব আমিরাতে হলো তখন আমি আইপিএলের কয়েকটি দলের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ খেলেছিলাম।  রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৭০ ও ৪০ রান করেছিলাম।  মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করেছিলাম ৪০।  কয়েকটি দল আমার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিল।  ভেবেছিলাম শিগগিরই আইপিএলে ডাক পাবো। '

তা পাননি।  মাঝে আরো দুটি আসর চলে গেছে।  ধারাবাহিকতা ঠিকই রেখেছেন এই ডানহাতি।  ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ১১৭ রানের ইনিংস খেলেছিলেন।  স্কটল্যান্ডে কলেজ দলের হয়ে ১৭৫ রানের ইনিংসও আছে।  আমিরাতের ইন্টার কলেজ আসরের সেরা ব্যাটসম্যানের পুরস্কারও জিতেছেন।

আইপিএল কর্তৃপক্ষ নিলামের তালিকা প্রকাশের সময় বলেছিল, টুর্নামেন্টের একটি দলের কাছ থেকে সুরিকে তালিকায় রাখার অনুরোধ পেয়েছিল তারা।  এখন বোঝা যাচ্ছে ওই দলটি ছিল গুজরাট লায়ন্স।  যারা ২০১৪ সাল থেকে অনুসরণ করে যাচ্ছে সুরিকে।

শেষ পর্যন্ত আইপিএলের মতো মর্যাদার আসরে অনূর্ধ্ব-২৩ ক্যাটাগরিতে ফেলে নিজেদের দলেই টেনে নিল।  দেখা যাক খেলার সুযোগ পেলে সুরি কি করেন।  তবে তার অন্তর্ভূক্তিতে যে গুজরাটের আমিরাতি ফ্যান অনেক বেড়ে যাবে তা বলাই যায়।
২০ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে