মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:৩৬:৪০

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা, বিসিবির চমকে দেয়া এই দলে রয়েছেন যারা

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা, বিসিবির চমকে দেয়া এই দলে রয়েছেন যারা

স্পোর্টস ডেস্ক:  চমকেই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।  বেশ আনন্দের খবর ক্রিকেট ভক্তদের জন্য। শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ফেব্রুয়ারির শেষ নাগাদ দেশ ছাড়বেন টাইগাররা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার শ্রীলঙ্কা সফরের দুই টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ফিট মোস্তাফিজ। রুবেল ফিরলেন বিসিএলে দারুণ পারফর্ম করে।

বাংলাদেশ ২৭ বা ২৮ ফেব্রুয়ারি দেশ ছাড়বে। লঙ্কানদের বিপক্ষে গলে’তে ৭-১১ মার্চ হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ১৯ থেকে ১৯ মার্চ পি সারায়। এর আগে দুদিনের প্রস্তুতি ম্যাচ শুরু হবে ২ মার্চ। এরপর তিন ওয়ানডে এবং দুই টি-টুয়েন্টির সিরিজও রয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল:
তামিম ইকবাল, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, শুভাশিস রায় চৌধুরী, তাইজুল ইসলাম, রুবেল হোসেন এবং মোস্তাফিজুর রহমান।
২১ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে